Breaking





Saturday, October 23, 2021

Bengali GK Capsule Part-199 | GK Notes

Bengali GK Capsule Part-199 for Job Exams 

Bengali GK Capsule Part-199 | GK Notes
জিকে নোটস
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Capsule Part-199 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

GK Capsule Part-199

⦿ কে “গঙ্গাইকোণ্ডচোল” উপাধি ধারণ করেন ?
উত্তর:- প্রথম রাজেন্দ্র

⦿ সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ?
উত্তর:- ৭৩তম সংশোধন

⦿ কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন ?
উত্তর:- গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত

⦿ ১৯১৬ সালে তিলক কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- পুনে

⦿ গদর দলের নেতা কে ছিলেন ?
উত্তর:- লালা হর দয়াল

⦿ কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত ?
উত্তর:- রামশরণ শর্মা

⦿ কিতাব-উল-হিন্দ কার রচনা ?
উত্তর:- আল-বিরুনি

⦿ গ্রীক লেখকদের রচনায় কাকে “স্যান্দ্রোকোট্টস” বলা হয়েছে ?
উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্য

⦿ অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয়েছিল কার দ্বারা ?
উত্তর:- ভি. ডি. সাভারকর

⦿ কে “হইন্দভ ধর্মোদ্ধারক” (হিন্দুধর্মের রক্ষাকর্তা) উপাধি নেন ?
উত্তর:- শিবাজি

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box