Bengali GK Booster Part-198 for All Exams
![]() |
জিকে বুস্টার |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Booster Part-198 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Booster Part-198
⦿ ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয় - ১৮০০ সালে
⦿ পুলিশী ব্যবস্থার সংস্কার করেন কে - কর্ণওয়ালিশ
⦿ কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় - আফ্রিকা
⦿ কম্পিউটারের সবথেকে ক্ষুদ্রতম মেমোরীর একক কী - বিট (bit)
⦿ মানব দেহে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি - প্লীহা
⦿ পরিব্রাজক গ্রন্থের রচয়িতা কে - বিবেকানন্দ
⦿ পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল - থানেশ্বর
⦿ থাইরক্সিনের প্রধান উপাদান কী - আয়োডিন
⦿ শাল গাছের বিজ্ঞান সম্মত নাম কী - শোরিয়া রোবাস্টা (Shorea Robusta)
⦿ প্রথম মানব যাত্রীবাহী মহাকাশ যান কোনটি - ভস্তক ১
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box