Breaking





Wednesday, October 20, 2021

GK Capsule in Bengali Part-197

GK Capsule in Bengali Part-197 

GK Capsule in Bengali Part-197
জিকে ক্যাপসুল
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Capsule in Bengali Part-197 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

জিকে ক্যাপসুল পর্ব-১৯৭

⦿ রাস্তায় হলুদ বাতিতে কোন গ্যা স ব্যথবহৃত হয় - সোডিয়াম

⦿ “Back to Vedas” এই স্লোগান কে প্রবর্তন করেন - স্বামী দয়ানন্দ সরস্বতী

⦿ ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর -এর জন্য ১৯৪৬ সালে “Break down plan” প্রস্তাব করেন - লর্ড মাউন্টব্যাটন

⦿ কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় - জীপসাম

⦿ নর্মদা ও তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত - সাতপুরা

⦿ সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন - ১৭বার

⦿ ক্যালামাইন কোন মৌলের আকরিক - জিঙ্ক

⦿ ডেকান ট্র্যাপ কথাটির অর্থ কী - দাক্ষিনাত্যের সিঁড়ি

⦿ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করা হয় কত সালে - ১৮৭৮ খ্রিস্টাব্দে ১৪ ই মার্চ

⦿ Computer প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় - বাগস

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box