GK Diarie Part-196 for Competitive Exams
![]() |
জিকে ডায়েরি |
আজকে আপনাদের সঙ্গে Bangla GK Diarie Part-196 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bangla GK Diarie Part-196
⦿ ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয় - ১৮৮৫ খ্রিস্টাব্দে
⦿ দ্রাঘিমা হিসাবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটির নাম কি - অরুণাচল প্রদেশ
⦿ প্লাস্টিক শিল্পে ব্যবহৃত “PVC” কথাটি হল - পলিভিনাইল ক্লোরাইড (Polyvinyl Chloride)
⦿ কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন - আলাউদ্দিন খিলজি
⦿ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে ছিলেন - উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
⦿ “গোলামগিরি” গ্রন্থটি কে লেখেন - জ্যোতিবা ফুলে
⦿ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন - বদরুদ্দীন তৈয়বজী
⦿ আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি - স্যাডল পিক
⦿ পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে কোন পদার্থ ব্যবহার করা হয় - সিসা
⦿ কে কুতুব মিনার নির্মাণকার্য সমাপ্ত করেন - ইলতুৎমিস
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box