Breaking





Monday, October 18, 2021

Bengali GK Class Part-195 | জিকে ক্লাস

Bengali GK Class Part-195 | জিকে ক্লাস 

Bengali GK Class Part-195
জিকে ক্লাস
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Class Part-195 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে  নিয়ে যেতে পারবেন।

Bengali GK Class Part-195

⦿ পরমানুর মৌলিকত্ব কিসের উপরনির্ভর করে - পারমাণবিক সংখ্যা

⦿ পৃথিবীর কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান সর্বাধিক হয় - মেরু অঞ্চলে

⦿ মহারানীর ঘোষণাপত্রের তারিখ কী ছিল - ১৮৫৮ খ্রিস্টাব্দে ১লা নভেম্বর

⦿ সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত - অন্ধ্রপ্রদেশ

⦿ গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী - নক্রেক

⦿ “The Environment Protection Act of India” পাশ হয় কবে - ১৯৮৬ সালে

⦿ নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কাকে - রঞ্জিত সিং

⦿ পানি পথের তৃতীয় যুদ্ধের পর মারাঠা পেশোয়া হন কে - মাধব রাও

⦿ মহাদেশীয় পাত কোন শিলা দ্বারা গঠিত - গ্রানাইট দ্বারা

⦿ আকবর ইবাদতখানা নির্মাণ করেন কোন সালে - ১৫৭৫ সালে

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box