জিকে প্রশ্নোত্তর | GK Notes Part-194
জিকে নোটস |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-194 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Notes Part-194
⦿ ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল - জুলাই, ১৯৪৭
⦿ চিনা পর্যটক হিউয়েন সাঙ কার শাসনকালে ভারতে আসেন - সম্রাট হর্ষবর্ধন
⦿ ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে - রাজস্থান
⦿ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন - মুহাম্মদ আলি জিন্নাহ
⦿ বিকাশ কৃষ্ণাণ কোন খেলার সঙ্গে যুক্ত - বক্সিং
⦿ বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে - বিশ্ব ব্যাঙ্ক
⦿ জাতীয়তাবাদী সংগঠন “পুনা সার্বজনীক সভা” কোন বছর প্রতিষ্ঠিত হয় - ১৮৭০
⦿ রাণা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল - শিশোদিয়া
⦿ মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় - ১৯৯০ সালে
⦿ কোন বিদ্রোহ “উলগুলান” নামে পরিচিত - মুন্ডা বিদ্রোহ
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box