GK Booster Part-193 for Competitive Exams
![]() |
জিকে বুস্টার |
আজকে আপনাদের সঙ্গে GK Booster Part-193 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Booster Part-193
⦿ সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত - সাঁওতাল বিদ্রোহ
⦿ কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন - চৌরিচৌরা
⦿ জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে ঘটেছিল - ১৯১৯ সালের ১৩ এপ্রিল
⦿ সৎনামী বিদ্রোহ কোন মুঘল সম্রাটের আমলে হয় - ঔরঙ্গজেব
⦿ রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি - কলিবঙ্গান
⦿ কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হলো - কার্পাস
⦿ বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন - জীবক
⦿ কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে - বিশাখাপত্তনম
⦿ আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল - অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
⦿ “মর্লে-মিন্টো সংস্কার” কত সালে ঘোষিত হয় - ১৯০৯ সালে
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box