Bengali GK Express Part-183 for Competitive Exams
জিকে এক্সপ্রেস |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Express Part-183 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Express Part-183
⦿ অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন - আর সি দত্ত
⦿ কে ১৯৩২ খ্রিঃ কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন - রামসে ম্যাকডোনাল্ড
⦿ ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে - ১৯ নং ধারা
⦿ কোন ধর্মের জন্য জল কৈশিক নল বেয়ে উঠে যায় - পৃষ্ঠটান
⦿ পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাপেক্ষা বেশি তামাক উৎপাদন হয় - কোচবিহার
⦿ দেশ ভাগের সময় ভারতে কতগুলি সামন্ত রাজ্য ছিল - ৫৬৫টি
⦿ ভারতের যেখানে জোয়ার শক্তি (Tidal Power) উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে - গুজরাট উপকূল
⦿ কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছেয় - বিকিরণ পদ্ধতিতে
⦿ কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু - নীলগিরি পর্বতমালা
⦿ কোন গ্যাসটি বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী - ক্লোরোফ্লুয়োরো কার্বন
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box