Breaking





Wednesday, October 06, 2021

Daily GK Set in Bengali Part-184 || GK Notes

Daily GK Set in Bengali Part-184 || GK Notes 

Daily GK Set in Bengali Part-184 || GK Notes
জিকে নোটস
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Daily GK Set in Bengali Part-184 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

GK Set in Bengali Part-184

⦿ ১৯০৭ সালে “স্যার কার্জন উইলিকে” কে হত্যা করেন - মদন লাল ধিংড়া

⦿ ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে - 44 নং ধারা

⦿ ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় - আলেকজান্ডার কানিংহাম

⦿ নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে, কারণ - স্থানান্তর কৃষি

⦿ রপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত - লোথাল

⦿ কোন পর্বতশ্রেণির ভিন্ন ঢালে (দুই দিকের) স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় - পশ্চিমঘাট

⦿ গ্রাব কিসের লার্ভা - বীটল (Beetle)

⦿ ভারতের কোন রাজ্যে Tank irrigation -এর শতকরা হার সর্বাধিক - তামিলনাড়ু

⦿ ক্লোরোফিলে কোন ধাতু আছে - ম্যাগনেশিয়াম

⦿ কোন গ্রন্থখানি বলনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে - তারিখ-ই-ফিরোজশাহী

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box