Breaking





Sunday, September 11, 2022

চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF || Parts of The Eye and their Function

চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF || Parts of The Eye and their Function 

চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF || Parts of The Eye and their Function
চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ
প্রিয় পাঠকেরা,
আজকের পোস্টে আপনাদের জন্য রইলো চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF; যেটিতে মানবদেহে চোখের বিভিন্ন অংশের অবস্থান ও তাদের কার্যকারিতার সুন্দর একটি তালিকা উপস্থাপন করা আছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রায়শই প্রশ্ন আসতে দেখা যায়। যেমন:- কোন অংশ দিয়ে আলোকরশ্মি চোখের ভিতরে প্রবেশ করে?, মানুষের চোখে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়? ইত্যাদি।

তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।

চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ

চোখের অংশ অবস্থান কাজ
আইরিশ অক্ষিগোলকের সম্মুখভাগ তারারন্ধ্রকে ছোট ও বড় হতে সাহায্য করে
পিউপিল আইরিসের মধ্যভাগ এর মাধ্যমে চোখে আলোক রশ্মি প্রবেশ করে
লেন্স আইরিসের পশ্চাদভাগ আলোর প্রতিসরণ ঘটায় এবং রশ্মিকে রেটিনার ওপর কেন্দ্রীভূত করে
স্ক্লেরা অক্ষিগোলকের পশ্চাদভাগ অক্ষিগোলকের পশ্চাদভাগের বিভিন্ন স্তরকে রক্ষা করে
কর্নিয়া অক্ষিগোলকের সম্মুখভাগ প্রতিসারক মাধ্যম এবং আলোকরশ্মি কেন্দ্রীভূত করে
রেটিনা অক্ষিগোলকের পশ্চাদভাগ বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে
অ্যাকুয়াস হিউমার কর্নিয়া এবং লেন্সের মধ্যভাগ প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে
কোরয়েড অক্ষিগোলকের পশ্চাদভাগ রেটিনাকে রক্ষা এবং বিচ্ছুরিত আলোর প্রতিফলন রোধ করে
কনজাংটিভা কর্নিয়ার বাইরের আচ্ছাদন কর্নিয়াকে রক্ষা করে
অশ্রু গ্রন্থি অক্ষিকোটরের উপরিতল এর প্রধান কাজ হলো চোখকে আর্দ্র রাখা
ইয়োলো স্পট রেটিনার উপরিভাগ সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয়
ব্লাইন্ড স্পট রেটিনা এবং অপটিক স্নায়ুর সংযোগস্থল এখানে প্রতিবিম্ব গঠিত হয় না
ভিট্রিয়াস হিউমার লেন্স ও রেটিনা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে
রড কোশ রেটিনা এর মাধ্যমে মৃদু আলো শোষণ করে
কোণ কোশ রেটিনা এর মাধ্যমে উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ করে
সিলিয়ারি বডি লেন্স ও রেটিনা লেন্সের উপযোজনে সাহায্য করে

চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজের তালিকাটি পিডিএফে আছে


File Details::
File Name: চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 0.60 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box