পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর PDF || Rivers and Cities of West Bengal
![]() |
পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর |
আজকের পোস্টে আপনাদের জন্য রইলো পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর PDF; যেটিতে পশ্চিমবঙ্গের কোন শহর কোন নদীর তীরে অবস্থিত তার একটি সুন্দর তালিকা লিপিবদ্ধ করা আছে। পশ্চিমবঙ্গের ভুগোলের অন্যতম একটি টপিক হিসাবে এখান থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে। যেমন:- দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত?, তারাপীঠ নদীর তীরে অবস্থিত?, ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত? ইত্যাদি।
তাই আর সময় অপচয় না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।
পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর
শহর | নদী | জেলা |
---|---|---|
কলকাতা | হুগলী | কলকাতা |
হাওড়া | হুগলী | হাওড়া |
চন্দননগর | হুগলী | হুগলী |
ব্যারাকপুর | হুগলী | উত্তর ২৪ পরগনা |
ত্রিবেণী | হুগলী | হুগলী |
বহরমপুর | ভাগীরথী | মুর্শিদাবাদ |
কাটোয়া | ভাগীরথী ও অজয় | পূর্ব বর্ধমান |
মুর্শিদাবাদ | ভাগীরথী | মুর্শিদাবাদ |
নবদ্বীপ | ভাগীরথী | নদিয়া |
পলাশী | ভাগীরথী | নদিয়া |
শান্তিপুর | ভাগীরথী | নদিয়া |
মালদাহ | মহানন্দা | মালদাহ |
শিলিগুড়ি | মহানন্দা | দার্জিলিং |
ইংরেজ বাজার | মহানন্দা | মালদা |
ইসলামপুর | মহানন্দা | উত্তর দিনাজপুর |
ইটাহার | মহানন্দা | উত্তর দিনাজপুর |
আসানসোল | দামোদর | পশ্চিম বর্ধমান |
দুর্গাপুর | দামোদর | পশ্চিম বর্ধমান |
বর্ধমান | দামোদর | পূর্ব বর্ধমান |
রাণীগঞ্জ | দামোদর | পশ্চিম বর্ধমান |
শান্তিনিকেতন | অজয় | বীরভূম |
কেদুলি | অজয় | বীরভূম |
ইলাম বাজার | অজয় | বীরভূম |
মাথাভাঙা | জলঢাকা | কোচবিহার |
ধূপগুরি | জলঢাকা | জলপাইগুড়ি |
সিউড়ি | ময়ুরাক্ষী | বীরভূম |
সাঁইথিয়া | ময়ুরাক্ষী | বীরভূম |
কালিম্পং | তিস্তা | কালিম্পং |
জলপাইগুড়ি | তিস্তা, করলা | জলপাইগুড়ি |
আলিপুরদুয়ার | কালজানি | আলিপুরদুয়ার |
তমলুক | রূপনারায়ন | পূর্ব মেদিনীপুর |
কোলাঘাট | রূপনারায়ন | পূর্ব মেদিনীপুর |
শান্তিপুর | চুর্নী | নদীয়া |
রাণাঘাট | চুর্নী | নদীয়া |
বনগাঁ | ইছামতি | উত্তর ২৪ পরগনা |
বসিরহাট | ইছামতি | উত্তর ২৪ পরগনা |
হাসনাবাদ | ইছামতি ও কাঠাখালি | উত্তর ২৪ পরগনা |
তারাপীঠ | দ্বারকা | বীরভূম |
কৃষ্ণনগর | জলঙ্গী | নদীয়া |
হলদিয়া | হলদি | পূর্ব মেদিনীপুর |
মেদিনীপুর | কংসাবতী | পশ্চিম মেদিনীপুর |
পুরুলিয়া | কংসাবতী | পুরুলিয়া |
বেলুড় | কোপাই | হাওড়া |
বোলপুর | কোপাই | বীরভূম |
কোচবিহার | তোর্সা | কোচবিহার |
বালুরঘাট | আত্রাই | দক্ষিণ দিনাজপুর |
ক্যানিং | মাতলা | দক্ষিণ ২৪ পরগনা |
বাঁকুড়া | গন্ধেশ্বরী ও ধলকিশোর | বাঁকুড়া |
পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরের তালিকাটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: Rivers and Cities of West Bengal
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 3
File size: 0.37 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box