Daily GK Dose Part-201 for Competitive Exams
![]() |
জিকে ডোজ |
আজকে আপনাদের সঙ্গে Daily GK Dose Part-201 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Daily GK Dose
⦿ ভাস্কো-দা-গামা কবে ভারতে পদার্পণ করেন ?
উত্তর:- ১৪৯৮ খ্রিস্টাব্দে
⦿ মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণআন্দোলনটি কি ছিল ?
উত্তর:- অসহযোগ আন্দোলন
⦿ ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে ?
উত্তর:- ১ নং ধারা
⦿ ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব কে নেন ?
উত্তর:- স্যার সিরিল রাডক্লিফ
⦿ মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত ?
উত্তর:- ৩১ জোড়া
⦿ কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায় ?
উত্তর:- ১৮১৩ -র চার্টার আইন
⦿ পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় ?
উত্তর:- হাওড়া থেকে হুগলি
⦿ কোন হিন্দু শাস্ত্র গ্রন্থ আম্বেদকর জনসমক্ষে পুড়িয়ে ছিলেন ?
উত্তর:- মনুস্মৃতি
⦿ ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কত সালের আইনে ?
উত্তর:- ১৯৩৫
⦿ কে ১৯৩২ খ্রিঃ কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন ?
উত্তর:- রামসে ম্যাকডোনাল্ড
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box