Bengali GK Study Part-200 for All Exams
![]() |
জিকে স্টাডি |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Study Part-200 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Study Part-200
⦿ পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয় কবে ?
উত্তর:- ১৯৫৫ সালে
⦿ সুন্দরবনকে কোন বৈশিষ্ট্যের জন্য “World Heritage Site” নামে নথিভূক্ত করা হয়েছে ?
উত্তর:- ম্যানগ্রোভ বনভূমির জন্য
⦿ “হিন্দু মজদুর সংঘ” -এর প্রতিষ্ঠাতা ছিলেন ?
উত্তর:- জি এল নন্দ
⦿ রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?
উত্তর:- দার্জিলিং
⦿ ধনেখালি কী জন্য বিখ্যাত ?
উত্তর:- তাঁত শিল্পের জন্য
⦿ “Drain of wealth” বইয়ের লেখক কে ?
উত্তর:- দাদাভাই নওরোজি
⦿ টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে ?
উত্তর:- লর্ড ওয়েলেসলি
⦿ জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তর:- তিস্তা ও করলা নদীর
⦿ রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন ?
উত্তর:- সুকারচাকিয়া মিসল
⦿ “The Dhoni Touch” বইটির লেখক কে ?
উত্তর:- ভরত সুন্দরেসন
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box