সাধারণ জ্ঞান ক্যাপসুল পর্ব-১৮০ || Sadharan Gyan Capsule
সাধারণ জ্ঞান ক্যাপসুল |
আজকে আপনাদের সঙ্গে Sadharan Gyan Capsule Part-180 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
সাধারণ জ্ঞান ক্যাপসুল পর্ব-১৮০
⦿ ডায়নামাইট তৈরিতে কোন পদার্থটি ব্যবহৃত হয় - নাইট্রোগ্লিসারিন
⦿ নরেন্দ্রনাথ দত্তকে প্রথম স্বামী বিবেকানন্দ নামে কে সম্মোধন করেন - ক্ষেত্রীর মহারাজ অজিত সিং
⦿ কলকাতায় জাতীয় গ্রন্থাগার এর জন্ম হয় কবে - ১৮৩৬ খ্রিস্টাব্দে
⦿ অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন - কে সি নিয়োগী
⦿ প্রাণীদের রাসায়নিক সমন্বয়ক কোনটি - হরমোন
⦿ “New Dimensions of India’s Foreign Policy” বইটি কার লেখা - অটল বিহারি বাজপেয়ী
⦿ অলবিরুনির প্রকৃত নাম কি - আবু রায়হান
⦿ অ্যান্টি সার্কুলার সোসাইটি কে স্থাপন করেন - শচীন্দ্র প্রসাদ বসু
⦿ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলে - দোয়াব অঞ্চল
⦿ “কাকাবাবু” - চরিত্রটির স্রষ্টা কে - সুনীল গঙ্গোপাধ্যায়
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box