বাংলা জিকে ক্যাম্পাস | Bangla GK Campus Part-223
![]() |
GK Campus |
আজকে আপনাদের সঙ্গে Bangla GK Campus Part-223 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bangla GK Campus
⦿ কোন নদীতে তেহরি হাইড্রোইলেকট্রিক কমপ্লেক্স অবস্থিত ?
উত্তর:- ভাগীরথী
⦿ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী-কি-ভাভ কোথায় অবস্থিত ?
উত্তর:- পাটান, গুজরাট
⦿ হলুদ ও নীল রং একসাথে মিশ্রিত করলে কি রং পাওয়া যায় ?
উত্তর:- সবুজ
⦿ রাজীব গান্ধীকে কোন সালে হত্যা করা হয়েছিল ?
উত্তর:- ১৯৯১ সালে
⦿ BRICS -এ B দ্বারা চিহ্নিত কোন দেশ ?
উত্তর:- ব্রাজিল
⦿ ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুষিক বলে অভিহিত করেন ?
উত্তর:- শিবাজীকে
⦿ মহারাণা প্রতাপের ঘোড়ার নাম কী ছিল ?
উত্তর:- চেতক
⦿ তৈমুর লঙ কত খ্রিষ্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন ?
উত্তর:- ১৩৯৮ খ্রিষ্টাব্দে
⦿ রেডিয়েশন পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহৃত হয় ?
উত্তর:- ডোসিমিটার
⦿ “হুসেন সাগর হ্রদ” কোন স্থানে রয়েছে ?
উত্তর:- হায়দ্রাবাদ
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box