Breaking





Friday, November 12, 2021

Bengali GK Tablet Part-214 | জিকে ট্যাবলেট

Bengali GK Tablet Part-214 | জিকে ট্যাবলেট 

Bengali GK Tablet Part-214 | জিকে ট্যাবলেট
GK Tablet
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Tablet Part-214 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Tablet

⦿ প্রখ্যাত কবি ও গীতিকার গুলজার -এর আসল নাম কি ?
উত্তর:- শ্যামপুরান সিং কালরা

⦿ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে ?
উত্তর:- ১৯১১ সালে

⦿ অ্যাসপিরিন এর রাসায়নিক নাম কি ?
উত্তর:- অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড

⦿ গান্ধিজীর বিখ্যাত উক্তি “ফেল করা ব্যাঙ্কের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক” কার আগমন উপলক্ষ্যে করা হয় ?
উত্তর:- ক্রিপস মিশন

⦿ কবে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল ?
উত্তর:- ১৯৪০ সালে

⦿ কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয় ?
উত্তর:- তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা

⦿ বঙ্গবিভাগ কার্যকারী হবার তারিখ কী ছিল ?
উত্তর:- ১৬ই অক্টোবর ১৯০৫

⦿ ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি ?
উত্তর:- লর্ড মেয়ো

⦿ কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন ?
উত্তর:- লর্ড লিটন

⦿ লখনৌ চুক্তি (১৯১৬) কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর:- ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box