Daily GK Dose Part-209 for Competitive Exams
![]() |
GK Dose |
আজকে আপনাদের সঙ্গে Daily GK Dose Part-209 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Daily GK Dose
⦿ এইটটিন ফিফটি সেভেন বইটির রচয়িতা কে ?
উত্তর:- সুরেন্দ্রনাথ সেন
⦿ ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় সংবিধানের কত তম সংশোধনের মাধ্যমে ?
উত্তর:- ৭৩তম সংশোধনী
⦿ বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- আলাউদ্দিন বাহমান শাহ
⦿ ভারতে পর্তুগীজ শক্তির কেন্দ্র কোথায় ছিল ?
উত্তর:- গোয়া
⦿ কোনটি ভারতে ইংরেজি শিক্ষার “ম্যাগনা কার্টা” রূপে পরিচিত ?
উত্তর:- এডুকেশনাল ডেসপ্যাচ, ১৮৫৪
⦿ জাহাঙ্গীরের সমাধি সৌধ কোথায় অবস্থিত ?
উত্তর:- লাহোর
⦿ “ইন্ডিকা”র প্রণেতা কে ?
উত্তর:- মেগাস্থিনিস
⦿ ইলবার্ট বিল এর তীব্র বিরোধিতা কোন সম্প্রদায় করেছিল ?
উত্তর:- ইঙ্গ-ভারতীয় সম্প্রদায়
⦿ তক্ষশীলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে ?
উত্তর:- গান্ধার শিল্প
⦿ সুফিবাদ ভারতে প্রবেশ করে কোন শতকে ?
উত্তর:- দ্বাদশ শতকে
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box