পরিবেশ সংক্রান্ত যন্ত্রপাতি ও তার কাজ | Environment Related Equipment and their Uses
![]() |
পরিবেশ সংক্রান্ত যন্ত্রপাতি |
আজকের পোস্টে আপনাদের জন্য রইলো পরিবেশ সংক্রান্ত যন্ত্রপাতি ও তার কাজ PDF; যেটিতে পরিবেশের বিভিন্ন বিষয় সমূহ পরিমাপ বা নির্ণয় করতে যেসব যন্ত্র ব্যবহৃত হয়, তার সুন্দর একটি তালিকা উপস্থাপন করা আছে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে। যেমন:- ভূমিকম্প নির্ণয়ক পরিমাপক যন্ত্রের নাম কী?, বায়ু প্রবাহের দিক নির্ণায়ক যন্ত্রের নাম কী?, বৃষ্টিপাতের পরিমান পরিমাপের যন্ত্রের নাম কী? ইত্যাদি।
তাই আর সময় অপচয় না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।
পরিবেশ সংক্রান্ত যন্ত্রপাতি
যন্ত্রপাতি | কাজ |
---|---|
থার্মোমিটার | উষ্ণতার পরিমাপ |
ব্যারোমিটার | বায়ুর চাপ পরিমাপ |
BOD মিটার | জলের BOD পরিমাপ |
টারবিডিটি মিটার | জলের ঘোলাটে ভাব মাপার জন্য |
কারেন্ট মিটার | নদীতে জলের গতিবেগ পরিমাপ |
BPR | সমুদ্রের নিচে জলের চাপের পার্থক্য পরিমাপ |
সাউন্ড লেভেল মিটার | শব্দদূষণ পরিমাপ |
ইকো সাউন্ডার | জলের গভীরতা পরিমাপ |
উইন্ড টারবাইন | বায়ু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন |
রেনগেজ | বৃষ্টিপাতের পরিমান পরিমাপ |
হাইগ্রোমিটার | বায়ুর আর্দ্রতার পরিমাপ |
গ্লুকোজমিটার | রক্তে শর্করার পরিমাপ |
সৌরকোশ | সৌর শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন |
DART | সুনামির পূর্বাভাস |
বাত পতাকা | বায়ু প্রবাহের দিক নির্ণয় |
টাইডাল এনার্জি কনভার্টার | জোয়ার-ভাটা শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন |
PH মিটার | জল ও মাটির অম্লতা পরিমাপ |
অল্টিমিটার | সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা পরিমাপ |
সেক্সট্যান্ট | সূর্যের কৌনিক দুরত্ব পরিমাপ |
OTEC | সুমদ্র জলের তাপমাত্রার পার্থক্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন |
সিসমোগ্রাফ | ভূমিকম্প নির্ণয় |
অ্যানিমোমিটার | বায়ুর গতিবেগ পরিমাপ |
GPS | কোনো স্থানের অবস্থান নির্ণয় |
স্ফিগমোম্যানোমিটার | রক্তচাপ পরিমাপ |
বিভামিটার | মাটির যান্ত্রিক বৈশিষ্ট্য পরিমাপ |
ডসট্রোমিটার | বৃষ্টির ফোঁটার আকার, গতি, এবং বেগ পরিমাপ |
ল্যাক্টোমিটার | দুধের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব পরিমাপ |
পরিবেশ সংক্রান্ত যন্ত্রপাতির সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: পরিবেশ সংক্রান্ত যন্ত্রপাতি
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 0.63 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box