বিভিন্ন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান তালিকা PDF | List of Highest Civilian Award of Different Countries
![]() |
বিভিন্ন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান |
আজকের পোস্টে আপনাদের জন্য রইলো বিভিন্ন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান PDF; যেটির মধ্যে বিভিন্ন দেশের নাম ও সেই দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান বা সর্বোচ্চ সম্মানের সুন্দর একটি তালিকা বাংলা ভাষায় লিপিবদ্ধ করা আছে। পুরস্কার সংক্রান্ত প্রশ্ন হিসাবে এই টপিক থেকে অন্তত একটি হলেও প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, যেমন:- ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি?, বাংলাদেশের সর্বোচ্চ সম্মান কোনটি?, ইত্যাদি।
তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
বিভিন্ন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান
দেশ | সর্বোচ্চ অসামরিক সম্মান |
---|---|
ভারত | ভারতরত্ন |
বাংলাদেশ | বাংলাদেশ স্বাধীনতা সম্মান |
পাকিস্তান | নিশান-ই-পাকিস্তান |
আফগানিস্তান | দ্য আমির আমানউল্লাহ খান অ্যাওয়ার্ড |
নেপাল | নেপাল রত্ন মান পদবী |
ভুটান | অর্ডার অফ গ্রেট ভিক্টরি অফ থাণ্ডার ড্রাগন |
জার্মানি | অর্ডার অফ মেরিট অফ ফেডারাল রিপাবলিক অফ জার্মানি |
স্পেন | অর্ডার অফ ইসাবেল্লা দ্য ক্যাথলিক |
অস্ট্রেলিয়া | ক্রস অফ ভ্যালার |
মেক্সিকো | দ্য অর্ডার অফ দ্য অ্যাজটেক ঈগল |
শ্রীলংকা | শ্রী লঙ্কাভিমান্য |
ইজিপ্ট | অর্ডার অফ দ্য নীল |
ভিয়েতনাম | অর্ডার অফ দ্য গোল্ডেন স্টার |
আর্জেন্টিনা | দ্য অর্ডার অফ মেও |
সৌদি আরব | কিং আব্দুল আজিজ মেডেল |
ইন্দোনেশিয়া | বিনতাং রিপাব্লিক ইন্দোনেশিয়া |
ফ্রান্স | ন্যাশনাল অর্ডার অফ দ্য লিজিয়ন অফ অনার |
মার্কিন যুক্তরাষ্ট্র | প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম |
কেনিয়া | দ্য অর্ডার অফ দ্য গোল্ডেন হার্ট অফ কেনিয়া |
মায়ানমার | দ্য অর্ডার অফ দ্য ইউনিয়ন অফ বার্মা |
নিউজিল্যান্ড | অর্ডার অফ নিউজিল্যান্ড |
মঙ্গোলিয়া | অর্ডার অফ দ্য পোলার স্টার |
তুর্কি | অর্ডার অফ ডেমোক্রেসি |
ফিনল্যান্ড | অর্ডার অফ দ্য ক্রস অফ লিবার্টি |
আলজেরিয়া | ন্যাশানাল অর্ডার অফ মেরিট |
নেদারল্যান্ড | অর্ডার অফ নেদারল্যান্ডস লায়ন |
কানাডা | ক্রস অফ ভ্যালার |
কম্বোডিয়া | রয়্যাল অর্ডার অফ কম্বোডিয়া |
ডেনমার্ক | অর্ডার অফ দ্য ডায়না ব্রজ |
হাঙ্গেরি | অর্ডার অফ ব্যানার |
সর্বোচ্চ অসামরিক সম্মানের তালিকাটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: Highest Civilian Award of Different Countries
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 0.61 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box