Bengali General Knowledge Notes Part-246 | GK Notes
![]() |
Bengali GK Notes |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Notes Part-246 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
General Knowledge Notes
প্রশ্নঃ কোন বিদ্রোহ “উলগুলান” নামে পরিচিত ?
উত্তরঃ মুন্ডা বিদ্রোহ
প্রশ্নঃ চিনা পর্যটক হিউয়েন সাঙ কার শাসনকালে ভারতে আসেন ?
উত্তরঃ সম্রাট হর্ষবর্ধন
প্রশ্নঃ কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ?
উত্তরঃ চৌরিচৌরা
প্রশ্নঃ নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কাকে ?
উত্তরঃ রঞ্জিত সিং
প্রশ্নঃ রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ?
উত্তরঃ কলিবঙ্গান
প্রশ্নঃ বিকাশ কৃষ্ণাণ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ বক্সিং
প্রশ্নঃ পরমানুর মৌলিকত্ব কিসের উপরনির্ভর করে ?
উত্তরঃ পারমাণবিক সংখ্যা
প্রশ্নঃ কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে ?
উত্তরঃ বিশাখাপত্তনম
প্রশ্নঃ সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ সাঁওতাল বিদ্রোহ
প্রশ্নঃ গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তরঃ নক্রেক
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box