Breaking





Tuesday, December 14, 2021

বেঙ্গলী জিকে ডোজ | Bengali GK Dose Part-236

বেঙ্গলী জিকে ডোজ | Bengali GK Dose Part-236 

বেঙ্গলী জিকে ডোজ | Bengali GK Dose Part-236
GK Dose
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Dose Part-236 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Dose

প্রশ্নঃ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ গিরিশচন্দ্র ঘোষ

প্রশ্নঃ নেতাজী সুভাষচন্দ্র বসুর দ্বারা জার্মানিতে শুরু করা রেডিও স্টেশনের নাম কী ?
উত্তরঃ আজাদ হিন্দ রেডিও

প্রশ্নঃ হেলমান্দ ও আমুদরিয়া কোন দেশের প্রধান নদী ?
উত্তরঃ আফগানিস্তান

প্রশ্নঃ ভারতে জাতীয় গণিত দিবস কবে পালন করা হয় ?
উত্তরঃ ২২ শে ডিসেম্বর

প্রশ্নঃ কোন বছর থেকে ২২ শে ডিসেম্বর ভারতে জাতীয় গণিত দিবস পালন করা হয় ?
উত্তরঃ ২০১২

প্রশ্নঃ সংযুক্তা পাণিগ্রাহী কোন নৃত্যের সাথে যুক্ত ?
উত্তরঃ ওডিশি

প্রশ্নঃ ২০১১ সালের জনগননা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত ?
উত্তরঃ ৭৪.০৪ শতাংশ

প্রশ্নঃ ঋকবেদে ইন্দ্রের উদ্দেশ্যে কয়টি স্তোত্র রচিত হয়েছে ?
উত্তরঃ ২৫০ টি

প্রশ্নঃ নেগ্রিটো জনজাতির বসবাস কোথায় দেখা যায় ?
উত্তরঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

প্রশ্নঃ ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা কাকে বলা হয় ?
উত্তরঃ উডের ডেসপ্যাচকে

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box