Breaking





Saturday, December 11, 2021

জিকে সেট | GK Set in Bengali Part-234

জিকে সেট | GK Set in Bengali Part-234 

জিকে সেট | GK Set in Bengali Part-234
জিকে সেট
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Set in Bengali Part-234 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

GK Set in Bengali

প্রশ্নঃ ডায়েট কোন দেশের জাতীয় সংসদের নাম ?
উত্তরঃ জাপান

প্রশ্নঃ হিন্দু মুসলিম ঐক্যের জন্য “সত্যপীরের পূজা” কে চালু করেন ?
উত্তরঃ হোসেন শাহ

প্রশ্নঃ গুটিবসন্ত রোগ কোন ভাইরাসের দ্বারা সংক্রামিত হয় ?
উত্তরঃ ভ্যারিওলা

প্রশ্নঃ কোন হরমোনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলে ?
উত্তরঃ ইনসুলিন

প্রশ্নঃ কোন হরমোনের অপর নাম ভ্যাসোপ্রেসিন ?
উত্তরঃ ADH

প্রশ্নঃ কোন বাঙালি ছাত্র সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেন ?
উত্তরঃ মধুসূদন গুপ্ত

প্রশ্নঃ “লোন ওয়েভার” শব্দটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ?
উত্তরঃ কৃষি

প্রশ্নঃ বোকারো কারখানাতে কোন নদীর জল ব্যবহত হয় ?
উত্তরঃ দামোদর

প্রশ্নঃ পান্ডব বিজয়কথা গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ কবীন্দ্র পরমেশ্বর

প্রশ্নঃ ওয়াংগালা উৎসব কোন রাজ্যে পালন করা হয় ?
উত্তরঃ মেঘালয়

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box