কোন বাদ্যযন্ত্রে কয়টি তার থাকে PDF | Musical Instruments and Number of Wires
![]() |
বাদ্যযন্ত্রের তারের সংখ্যা |
আজকের পোস্টে বিভিন্ন বাদ্যযন্ত্রের তারের সংখ্যা PDFটি শেয়ার করলাম। যেটির মধ্যে কোন বাদ্যযন্ত্রে কয়টি তার থাকে তার সুন্দর একটি তালিকা বাংলা ভাষায় লিপিবদ্ধ করা আছে। বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় জিকের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন এসে থাকে। যেমন- বেহালায় কয়টি তার থাকে?, তানপুরায় কয়টি তার থাকে?, এসরাজে কয়টি তার থাকে? ইত্যাদি।
তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি দেখে নিন এবং অফলাইনে পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
বিভিন্ন বাদ্যযন্ত্রের তারের সংখ্যা
বাদ্যযন্ত্র | তারের সংখ্যা |
---|---|
একতারা | ১ টি |
দোতারা | ২-৫ টি |
সারেঙ্গি | ৪ টি |
বেহালা | ৪ টি |
সরোদ | ৬ টি |
সেতার | ৩ টি |
সন্তুর | ১০০টি |
তানপুরা | ৪ টি |
বীণা | ৪ টি |
বেস গিটার | ৪ টি |
অ্যাকুস্টিক গিটার | ৬ টি |
আধুনিক সন্তুর | ৭২-১০০ টির বেশি |
এসরাজ | ৪ টি |
ব্যাঞ্জো | ৪ টি |
ম্যান্ডলিন | ৪-৫ জোড়া |
স্প্যানিশ গিটার | ৬ টি |
হাওয়াইয়ান গিটার | ৬ টি |
বাদ্যযন্ত্রের তারের সংখ্যার সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: Musical Instruments and Number of Wires
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 1
File size: 0.55 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box