Breaking





Tuesday, January 18, 2022

বাংলা জিকে ক্যাপসুল পর্ব-২৬৫ | Bengali GK Capsule

বাংলা জিকে ক্যাপসুল পর্ব-২৬৫ | Bengali GK Capsule 

বাংলা জিকে ক্যাপসুল পর্ব-২৬৫ | Bengali GK Capsule
জিকে ক্যাপসুল
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে বাংলা জিকে ক্যাপসুল পর্ব-২৬৫ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Capsule

প্রশ্নঃ আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
উত্তরঃ গুরুশিখর

প্রশ্নঃ SAARC কথাটির পুরো নাম কী ?
উত্তরঃ South Asian Association for Regional Cooperation

প্রশ্নঃ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক ও স্বত্বাধিকারী কে ছিলেন ?
উত্তরঃ মধুসূদন রায়

প্রশ্নঃ ইউপিএসসির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি

প্রশ্নঃ পদ্মজা নাইডু হিমালয়া জুওলজিক্যাল পার্ক ভারতের কোন রাজ্যে আছে ?
উত্তরঃ পশ্চিমবঙ্গের দার্জিলিঙে

প্রশ্নঃ কোন গ্যাসকে Stranger Gas বলা হয় ?
উত্তরঃ জেনন

প্রশ্নঃ “তত্ত্ববোধিনী” পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ অক্ষয়কুমার দত্ত

প্রশ্নঃ কোনটি জলাভূমি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি ?
উত্তরঃ রামসার কনভেনশন

প্রশ্নঃ “ইন্ডিয়ান সোসাইটি ফর ওরিয়েন্টাল আর্ট” কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্নঃ কে “Politics in India” বইটি লিখেছিলেন ?
উত্তরঃ রজনী কোঠারি

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box