Breaking





Thursday, January 13, 2022

পরীক্ষার প্রস্তুতি জিকে নোটস পর্ব-২৬০ | GK Notes

পরীক্ষার প্রস্তুতি জিকে নোটস পর্ব-২৬০ | GK Notes 

পরীক্ষার প্রস্তুতি জিকে নোটস পর্ব-২৬০ | GK Notes
GK Notes
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি জিকে নোটস পর্ব-২৬০ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

GK Notes in Bengali

প্রশ্নঃ আপেলে কোন অ্যাসিড বিদ্যমান থাকে ?
উত্তরঃ ম্যালিক অ্যাসিড

প্রশ্নঃ কোন প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী “ম্যান অব পিস” নামেও বিখ্যাত ছিলেন ?
উত্তরঃ লাল বাহাদুর শাস্ত্রী

প্রশ্নঃ পঙ্কজ আদবানি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ বিলিয়ার্ডস ও স্নুকার

প্রশ্নঃ কোন ভাইসরয় ইলবার্ট বিল বিতর্কের সাথে যুক্ত ছিলেন ?
উত্তরঃ লর্ড রিপন

প্রশ্নঃ বাণভট্ট কোন রাজার সভাকবি ছিলেন ?
উত্তরঃ হর্ষবর্ধন

প্রশ্নঃ গুপ্ত বংশের কোন বিখ্যাত রাজা “ভারতের নেপোলিয়ন” নামে বিখ্যাত ছিলেন ?
উত্তরঃ সমুদ্রগুপ্ত

প্রশ্নঃ ইন্দিরাসাগর বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মধ্য প্রদেশ

প্রশ্নঃ বীরভূমের বোলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ কোপাই নদী

প্রশ্নঃ কনভারসেশন উইথ মাইসেলফ বইটি কার লেখা ?
উত্তরঃ নেলসন ম্যান্ডেলা

প্রশ্নঃ রসুনের বৈজ্ঞানিক নাম কী ?
উত্তরঃ Allium sativum

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box