বাংলা জিকে ক্যাপসুল পর্ব-২৮৭ | Bangla GK Capsule
জিকে ক্যাপসুল |
আজকে আপনাদের সঙ্গে বাংলা জিকে ক্যাপসুল পর্ব-২৮৭ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bangla GK Capsule
প্রশ্নঃ আগ্রার অন্ধ কবি বলে অভিহিত করা হয় কাকে ?
উত্তরঃ সুরদাসকে
প্রশ্নঃ “আইহোল প্রশস্তি” কে রচনা করেন ?
উত্তরঃ চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশীর সভাকবি রবিকীর্তি
প্রশ্নঃ কত সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেন ?
উত্তরঃ ১৯৪১ সালে
প্রশ্নঃ খানুয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয় ?
উত্তরঃ ১৫২৭ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ গলফ
প্রশ্নঃ ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে
প্রশ্নঃ তৃতীয় শিখ গুরুর নাম কি ?
উত্তরঃ অমর দাস
প্রশ্নঃ সিজদা প্রথা কে চালু করেন ?
উত্তরঃ গিয়াসউদ্দিন বলবন
প্রশ্নঃ বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় কোন অধিবেশনে ?
উত্তরঃ লাহোর অধিবেশনে
প্রশ্নঃ প্রথম কবে লিফট চালু হয় ?
উত্তরঃ ১৭৪৩ সালে
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box