Bangla GK Series Part-280 | বাংলা জিকে সিরিজ
জিকে সিরিজ |
আজকে আপনাদের সঙ্গে Bangla GK Series Part-280 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bangla GK Series
প্রশ্নঃ মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত ছিল ?
উত্তরঃ বোলান নদী
প্রশ্নঃ কোন প্রকার জননে মাইটোসিস ও মিয়োসিস দুই প্রকার কোষ বিভাজন দেখা যায় ?
উত্তরঃ যৌন জনন
প্রশ্নঃ শিবাজী বাঘনখ দ্বারা কাকে হত্যা করেছিলেন ?
উত্তরঃ আফজল খাঁকে
প্রশ্নঃ “অভিনব ভারত” কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯০৪ সালে
প্রশ্নঃ কোন যুদ্ধের পর দিল্লির সুলতানি যুগের অবসান ঘটে ?
উত্তরঃ প্রথম পানিপথের যুদ্ধ
প্রশ্নঃ কল্লোল নাটকটি রচয়িতা কে ?
উত্তরঃ উৎপল দত্ত
প্রশ্নঃ গুরু অঙ্গদের আসল নাম কি ছিল ?
উত্তরঃ ভাই লহনা
প্রশ্নঃ ব্যাকওয়াটার কোন উপকূলে দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ মালাবার
প্রশ্নঃ আরশোলার শ্বাসযন্ত্রটির নাম কি ?
উত্তরঃ ট্রাকিয়া
প্রশ্নঃ “জাল্লিকাট্টু” উৎসব কোথায় হয় ?
উত্তরঃ তামিলনাড়ু
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box