Bengali GK Booster Part-278 for All Exams
GK Booster |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Booster Part-278 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Booster
প্রশ্নঃ বেকিং সোডা বলা হয় কাকে ?
উত্তরঃ সোডিয়াম বাই কার্বনেট
প্রশ্নঃ SEBI (Securities and Exchange Board of India) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ মুম্বাই
প্রশ্নঃ “মানব জমিন” কোন বিখ্যাত লেখকের রচনা ?
উত্তরঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
প্রশ্নঃ লেবুর রসে কোন অ্যাসিড থাকে ?
উত্তরঃ সাইট্রিক অ্যাসিড
প্রশ্নঃ সুলতান মাহমুদ কবে গজনী সিংহাসনে বসেন ?
উত্তরঃ ৯৯৮ খ্রিস্টাব্দে
প্রশ্নঃ মানুষের শরীরে সুষুন্মা স্নায়ুর সংখ্যা কত ?
উত্তরঃ ৩১ জোড়া
প্রশ্নঃ ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা কাকে বলা হয় ?
উত্তরঃ রাজা রামমোহন রায়
প্রশ্নঃ কে প্রথম টেলিস্কোপের সাহায্যে চাঁদ দর্শন করেন ?
উত্তরঃ গ্যালিলিও
প্রশ্নঃ অমর্ত্য সেন কোন সালে অর্থনীতিতে নোবেল পান ?
উত্তরঃ ১৯৯৮ সালে
প্রশ্নঃ আরবদের সিন্ধু আক্রমন কালে সিন্ধু রাজা কে ছিলেন ?
উত্তরঃ দাহির
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box