জিকে লাইব্রেরি পর্ব-২৮৩ | GK Library
জিকে লাইব্রেরি |
আজকে আপনাদের সঙ্গে জিকে লাইব্রেরি পর্ব-২৮৩ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Library
প্রশ্নঃ “সমাজের জীবনই ইতিহাস” উক্তিটি কার ?
উত্তরঃ টয়েনবির
প্রশ্নঃ কোন বনাঞ্চল ভারতের বনভূমির সবচেয়ে বেশি আয়তন অধিকার করে আছে ?
উত্তরঃ ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী
প্রশ্নঃ ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় ?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য কে
প্রশ্নঃ “দক্ষিণী বিদ্যাসাগর” কাকে বলা হয় ?
উত্তরঃ বিরসা লিঙ্গম পান্তুলু
প্রশ্নঃ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন ?
উত্তরঃ জওহরলাল নেহেরু
প্রশ্নঃ পন্ডিচেরিতে কাদের উপনিবেশ ছিল ?
উত্তরঃ ফরাসি
প্রশ্নঃ “কুয়োমিনটাং” দলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ সান ইয়াৎ সেন
প্রশ্নঃ গ্রিক লেখকদের বর্ণনায় কাকে সান্ড্রোকোট্টাস নামে অভিহিত করা হয়েছে ?
উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য কে
প্রশ্নঃ হলওয়েল বর্ণিত ব্ল্যাক হোল ট্রাজেডি কার নামের সঙ্গে জড়িত ?
উত্তরঃ সিরাজদৌল্লা
প্রশ্নঃ কী কারণে জাতীয় কংগ্রেসে চরমপন্থী দলের আত্মপ্রকাশ ঘটে ?
উত্তরঃ বঙ্গভঙ্গ
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box