Breaking





Tuesday, March 29, 2022

অস্কার পুরস্কার ২০২২ বিজয়ীদের তালিকা PDF | 94th Academy Awards

অস্কার পুরস্কার ২০২২ বিজয়ীদের তালিকা PDF | ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস 

অস্কার পুরস্কার ২০২২ বিজয়ীদের তালিকা PDF | 94th Academy Awards
অস্কার পুরস্কার ২০২২
প্রিয় পাঠকেরা,
আজ অস্কার পুরস্কার ২০২২ বিজয়ীদের তালিকা PDFটি শেয়ার করলাম। যেটিতে ২০২২ সালে ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস প্রাপ্ত সমস্ত ছবি ও ব্যক্তির নামের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে। আগত বিভিন্ন চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক বিষয় হিসাবে অস্কার পুরস্কার জয়ীদের তালিকা থেকে প্রশ্ন আসবেই। যেমন:- ২০২২ অস্কারজয়ী সেরা সিনেমা কোনটি?, ২০২২ সালে অস্কারজয়ী সেরা অভিনেতা কোনটি?, ২০২২ সালে অস্কারজয়ী সেরা অভিনেত্রী কোনটি? ইত্যাদি।

সুতরাং সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।

৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস

পুরস্কার বিভাগ পুরস্কার বিজেতা
সেরা সিনেমা “CODA”
সেরা অভিনেতা Will Smith, “King Richard”
সেরা অভিনেত্রী Jessica Chastain, “The Eyes of Tammy Faye”
সেরা পরিচালক Jane Campion, “The Power of the Dog”
সেরা অরিজিনাল গান “No Time to Die”
সেরা ডকুমেন্টারি ফিচার “Summer of Soul”
সেরা অভিযোজিত চিত্রনাট্য “CODA”
সেরা মূল চিত্রনাট্য “Belfast”
সেরা কস্টিউম ডিজাইন “Cruella”
সেরা আন্তর্জাতিক ফিচার “Drive My Car”
সেরা সহকারী অভিনেতা Troy Kotsur, “CODA”
সেরা অ্যানিমেটেড ফিচার “Encanto”
সেরা ভিজুয়াল এফেক্টস “Dune”
সেরা সিনেমাটোগ্রাফি “Dune”
সেরা সহকারী অভিনেত্রী Ariana DeBose, “West Side Story”
সেরা ফিল্ম এডিটিং “Dune”
সেরা স্কোর “Dune”
সেরা সাউন্ড “Dune”
সেরা প্রোডাকশন ডিজাইন “Dune”
সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং “The Eyes of Tammy Faye”
সেরা ডকুমেন্টারি শর্ট “The Queen of Basketball.”
সেরা অ্যানিমেটেড শর্ট “The Windshield Wiper.”
সেরা লাইভ অ্যাকশন শর্ট “The Long Goodbye.”

অস্কার জয়ীদের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে


File Details::
File Name: 94th Academy Awards
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 02
File size: 0.60 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box