Bengali GK Booster Part-296 | বাংলা জিকে বুস্টার
বাংলা জিকে বুস্টার |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Booster Part-296 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Booster
প্রশ্নঃ “বাঙ্গালীর ইতিহাস” বইটির লেখক কে ?
উত্তরঃ নীহাররঞ্জন রায়
প্রশ্নঃ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন ?
উত্তরঃ সি.ডি. দেশমুখ
প্রশ্নঃ প্রোটন ও নিউট্রন কণা কে একসঙ্গে কি বলে ?
উত্তরঃ নিউক্লিওন
প্রশ্নঃ সিল্কা ও সুঙ্গারি কোন নদীর উপনদী ?
উত্তরঃ আমুর
প্রশ্নঃ কোন সালে বাহমনী রাজ্যের পতন ঘটে ?
উত্তরঃ ১৫২৭ সালে
প্রশ্নঃ রিহান্দ কোন নদীর উপনদী ?
উত্তরঃ শোন নদী
প্রশ্নঃ লেজার আবিষ্কার হয় কত সালে ?
উত্তরঃ ১৯৬০ সালে
প্রশ্নঃ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কবে ?
উত্তরঃ ১৯২০ খ্রীষ্টাব্দে
প্রশ্নঃ ক্যালগন পদ্ধতির অপর নাম কি ?
উত্তরঃ ফসফাইট
প্রশ্নঃ কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ?
উত্তরঃ নিউক্লিয়াস
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box