Breaking





Tuesday, March 08, 2022

GK Set in Bengali Part-295 | জিকে সেট

GK Set in Bengali Part-295 | জিকে সেট 

GK Set in Bengali Part-295 | জিকে সেট
জিকে সেট
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Set in Bengali Part-295 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

GK Set in Bengali

প্রশ্নঃ রঞ্জি ট্রফি কার নাম অনুসারে নামকরণ করা হয় ?
উত্তরঃ রঞ্জিত সিং

প্রশ্নঃ তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে হয়েছিলেন ?
উত্তরঃ বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত

প্রশ্নঃ গান্ধী ছবিতে গান্ধীজি চরিত্রে অভিনয় করেছিলেন কে ?
উত্তরঃ বেন কিংসলি

প্রশ্নঃ জিপসাম এর রাসায়নিক নাম কী ?
উত্তরঃ ক্যালসিয়াম সালফেট

প্রশ্নঃ “ম্যান অফ ডেস্টিনি” নামে কে পরিচিত ?
উত্তরঃ নেপোলিয়ন বোনাপার্ট

প্রশ্নঃ কোন শহরের ডাকনাম “The Big Apple” ?
উত্তরঃ নিউইয়র্ক

প্রশ্নঃ পাখির মাধ্যমে ফুলে পরাগযোগ ঘটলে তাকে কী বলে ?
উত্তরঃ অরনিথোফিলি

প্রশ্নঃ কোন দেশটিতে কমলা বিপ্লব সংঘটিত হয়েছিল ?
উত্তরঃ ইউক্রেন

প্রশ্নঃ নতুন বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন ?
উত্তরঃ আমেরিগো ভেসপুচি

প্রশ্নঃ খেলোয়াড় ধনরাজ পিল্লাই কোন খেলার সাথে সম্পর্কিত ?
উত্তরঃ হকি

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box