Breaking





Monday, March 07, 2022

GK Tornado in Bengali Part-294 | জিকে টর্নেডো

GK Tornado in Bengali Part-294 | জিকে টর্নেডো 

GK Tornado in Bengali Part-294 | জিকে টর্নেডো
জিকে টর্নেডো
সুপ্রিয় বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Tornado in Bengali Part-294 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

GK Tornado in Bengali

প্রশ্নঃ “Forge your Future” বইটি কার লেখা ?
উত্তরঃ এ. পি. জে. আব্দুল কালাম

প্রশ্নঃ ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম “বুকিফেলাস” যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছেন ?
উত্তরঃ আলেক্সজান্ডার

প্রশ্নঃ কোন দেশ সব থেকে বেশি নোবেল পেয়েছে এখনো পর্যন্ত ?
উত্তরঃ আমেরিকা

প্রশ্নঃ সব থেকে বেশিবার অস্কার কে পেয়েছেন ?
উত্তরঃ ক্যাথারিন হেপবার্ন

প্রশ্নঃ STD কোড অনুযায়ী ভারতের প্রথম শহর কোনটি ?
উত্তরঃ নিউ দিল্লী (STD কোড ০১১)

প্রশ্নঃ তুর্কি ভাষায় বাবর শব্দের অর্থ কি ?
উত্তরঃ সিংহ

প্রশ্নঃ “Dalhousie…Through My Eyes” বইটির লেখক কে ?
উত্তরঃ তথাগত রায়

প্রশ্নঃ মানবদেহের সব থেকে বড় অঙ্গ (Organ) কোনটি ?
উত্তরঃ ত্বক (Skin)

প্রশ্নঃ ১৫৮৩ সালে আকবর কর্তৃক প্রতিষ্ঠিত ভারতের কোন শহরের নামের অর্থ “ঈশ্বরের শহর” (City of God) ?
উত্তরঃ এলাহাবাদ

প্রশ্নঃ সব থেকে কম সংখ্যক পৌরসভা ভারতের কোন জেলাতে রয়েছে ?
উত্তরঃ কলকাতা

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box