Bengali GK Test Part-301 | বাংলা জিকে টেস্ট
বাংলা জিকে টেস্ট |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Test Part-301 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকের প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Test
প্রশ্নঃ “সীমান্ত গান্ধী” নামে কে পরিচিত ?
উত্তরঃ খান আবদুল গাফফার খান
প্রশ্নঃ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তরঃ লর্ড চেমসফোর্ড
প্রশ্নঃ Leishmania donovani -এর অন্তর্বর্তী পোষক হল ?
উত্তরঃ বালু মাছি
প্রশ্নঃ ব্লু বেবি সিনড্রোম রোগটি কোন পদার্থের জন্য হয় ?
উত্তরঃ নাইট্রেট
প্রশ্নঃ গুপ্ত পরবর্তী যুগে কার নেতৃত্বে বৃহত্তর হিন্দু রাজ্য গড়ে ওঠে ?
উত্তরঃ ললিতাদিত্য মুক্তাপীড়
প্রশ্নঃ মুদ্রারাক্ষস কে লিখেছেন ?
উত্তরঃ বিশাখদত্ত
প্রশ্নঃ ভারতের সর্ববৃহৎ রাসায়নিক সার তৈরির কারখানাটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ সিন্ধ্রিতে
প্রশ্নঃ কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক ?
উত্তরঃ মেছো বিড়াল (Fishing Cat)
প্রশ্নঃ রাষ্ট্রপুঞ্জ কত সালে “মানব উন্নয়ন সূচক” (HDI) -এর ধারণা প্রবর্তন করেন ?
উত্তরঃ ১৯৯০ সালে
প্রশ্নঃ মানব দেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে ?
উত্তরঃ লিভার
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box