ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের তালিকা PDF | Cricket World Cup Winners PDF in Bengali;
ক্রিকেট বিশ্বকাপ জয়ী দেশ |
আজ ক্রিকেট বিশ্বকাপ জয়ী দেশের তালিকা PDFটি শেয়ার করলাম। যেটিতে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বিজয়ী দেশের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় খেলাধুলা সংক্রান্ত জিকের অংশ হিসাবে Cricket World Cup Winners টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে। যেমন:- ২০১৯ সালে কোন দল ওয়ার্ল্ড কাপ জিতেছিল?, ২০১৫ সালে কোন দেশ বিশ্বকাপ জিতেছে?, ২০১১ সালে কোন দেশ বিশ্বকাপ জিতেছে? ইত্যাদি।
তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং প্রয়োজনে নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের তালিকা
সাল | জয়ী দল | রানার আপ |
---|---|---|
১৯৭৫ | ওয়েস্ট ইন্ডিজ | অস্ট্রেলিয়া |
১৯৭৯ | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড |
১৯৮৩ | ভারত | ওয়েস্ট ইন্ডিজ |
১৯৮৭ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড |
১৯৯২ | পাকিস্তান | ইংল্যান্ড |
১৯৯৬ | শ্রীলঙ্কা | অস্ট্রেলিয়া |
১৯৯৯ | অস্ট্রেলিয়া | পাকিস্তান |
২০০৩ | অস্ট্রেলিয়া | ভারত |
২০০৭ | অস্ট্রেলিয়া | শ্রীলঙ্কা |
২০১১ | ভারত | শ্রীলঙ্কা |
২০১৫ | অস্ট্রেলিয়া | নিউজিল্যান্ড |
২০১৯ | ইংল্যান্ড | নিউজিল্যান্ড |
বিশ্বকাপ জয়ীদের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: Cricket World Cup Winners
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 01
File size: 0.59 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box