100+ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট MCQ প্রশ্ন ও উত্তর PDF | Indian National Movement Questions and Answers in Bengali PDF for All Competitive Exam
![]() |
ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট MCQ প্রশ্নোত্তর |
আজ 100+ ভারতীয় জাতীয় আন্দোলন MCQ প্রশ্ন ও উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে Indian National Movement থেকে বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ ১০০টি MCQ প্রশ্ন উত্তর পিডিএফ আকারে লিপিবদ্ধ করা আছে। যা আগত বিভিন্ন পরীক্ষা যেমন:- WBCS, WB Police, KP, Railway Group D, NTPC, SSC, PSC Clerkship, ICDS, Bank, Fire Operators সহ আরো অন্যান্য পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের ভীষণভাবে সাহায্য করবে।
সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তর গুলি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে Indian National Movement MCQ Questions and Answers পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন একদম বিনামূল্যে।
ভারতীয় জাতীয় আন্দোলন MCQ প্রশ্ন ও উত্তর
01. ব্রিটিশদের বিরুদ্ধে ‘উলগুলান’ উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার মাধ্যমে ?
A. কর্যা মাল্য
B. রানাডে
C. বিরসা মুণ্ডা
D. কোন্দা ডোরা
উত্তরঃ C. বিরসা মুণ্ডা
02. কাকে ‘ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী’ (Traditionnal Moderniser) বলা হয় ?
A. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B. স্বামী বিবেকানন্দ
C. রামমোহন রায়
D. বি. জি. তিলক
উত্তরঃ A. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
03. ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি ?
A. ক্লাইভ
B. রিপন
C. মেয়ো
D. নর্থব্রুক
উত্তরঃ C. মেয়ো
04. নিচের কোনটি লিবারেলদের মুখপাত্র ছিল ?
A. নিউ ইন্ডিয়া
B. লিডার
C. ইয়ং ইন্ডিয়া
D. ফ্রি প্রেস জার্নাল
উত্তরঃ B. লিডার
05. কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায় ?
A. 1793 -র চার্টার আইন
B. 1813 -র চার্টার আইন
C. 1833 -র চার্টার আইন
D. 1784 -র পীটের ভারত আইন
উত্তরঃ B. 1813 -র চার্টার আইন
06.1940 এ মুসলিম লিগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচয় গৃহীত হয় ?
A. করাচী
B. সিন্ধু
C. লাহোর
D. পাটনা
উত্তরঃ C. লাহোর
07. কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় ?
A. 1918
B. 1920
C. 1921
D. 1924
উত্তরঃ B. 1920
08. 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে ?
A. জওহরলাল নেহরু
B. সুভাষচন্দ্র বসু
C. জয়প্রকাশ নারায়ণ
D. বল্লভভাই প্যাটেল
উত্তরঃ B. সুভাষচন্দ্র বসু
09. কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় ?
A. রাজাগোপালাচারী
B. শরৎ বসু
C. মতিলাল নেহরু
D. শ্যামাপ্রসাদ মুখার্জী
উত্তরঃ C. মতিলাল নেহরু
10. কোন বছর জাতীয় কংগ্রেস ‘পূর্ণ স্বরাজ’ এর প্রস্তাব গ্রহণ করে ?
A. 1928
B. 1929
C. 1930
D. 1931
উত্তরঃ B. 1929
11. কে বলেছিলেন ‘আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে’ ?
A. মৌলানা আবুল কালাম আজাদ
B. মতিলাল নেহরু
C. জি.কে. গোখলে
D. উপরের কেউই না
উত্তরঃ C. জি.কে. গোখলে
12. ’এইটটিন ফিফটি সেভেন’ বইটির রচয়িতা কে ?
A. সুরেন্দ্রনাথ সেন
B. আর.সি.মজুমদার
C. সৈয়দ আহমদ খান
D. আর. সি. ভাণ্ডারকার
উত্তরঃ A. সুরেন্দ্রনাথ সেন
13. দাদাভাই নৌওরোজীর উদ্যোগে সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিত করেছিলেন কে ?
A. মহাদেব গোবিন্দ রানাডে
B. বালগঙ্গাধর তিলক
C. গোপাল কৃষ্ণ গোখলে
D. ফিরোজ শাহ মেহতা
উত্তরঃ C. গোপাল কৃষ্ণ গোখলে
14. নিচের কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত ?
A. ক্রান্তি
B. আত্মশক্তি
C. সারথি
D. সন্ধ্যা
উত্তরঃ A. ক্রান্তি
15. বিখ্যাত ছবি ‘ভারত মাতা’ কে এঁকেছিলেন ?
A. গগনেন্দ্রনাথ ঠাকুর
B. অবনীন্দ্রনাথ ঠাকুর
C. নন্দলাল বসু
D. যামিনী রায়
উত্তরঃ B. অবনীন্দ্রনাথ ঠাকুর
16. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?
A. কোলকাতা
B. বম্বে
C. মাদ্রাজ
D. পুনে
উত্তরঃ B. বম্বে
17. কাকে ‘গদর পার্টি’ মারতে চেয়েছিল ?
A. কিংসফোর্ড
B. হার্ডিঞ্জ
C. টেগার্ট
D. নর্থব্রুক
উত্তরঃ A. কিংসফোর্ড
18. 1942 -এ কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরী হয় ?
A. তমলুক
B. কাঁথি
C. কটক
D. পুরী
উত্তরঃ A. তমলুক
19. কে সুভাষ বোসের ‘আজাদ হিন্দ ফৌজের’ সদস্য ছিলেন না ?
A. পি.কে. সাইগল
B. শাহনাওয়াজ খান
C. ক্যাপ্টেন মোহন সিং
D. জি. এস. ধীলন
উত্তরঃ B. শাহনাওয়াজ খান
20. কত সালে মহাত্মা গান্ধি অসহযোগ আন্দোলন শুরু করেন ?
A. 1916
B. 1920
C. 1923
D. 1926
উত্তরঃ B. 1920
21. কে ‘নীলদর্পণ’ অনুবাদ করেছিলেন ?
A. রেভঃ জেমস লং
B. উইলিয়াম কেরি
C. সতীশ চন্দ্র মুখার্জী
D. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ A. রেভঃ জেমস লং
22. কে লিখেছিলেন ‘ইন্ডিয়া উইনস ফ্রীডম’ ?
A. জওহরলাল নেহরু
B. মৌলানা আবুল কালাম আজাদ
C. সর্দার প্যাটেল
D. এম.এ. জিন্না
উত্তরঃ B. মৌলানা আবুল কালাম আজাদ
23. ‘প্রার্থনা সমাজ’ প্রতিষ্ঠা করেন ?
A. এম.জি. রানাডে
B. আত্মারাম পান্ডুরাঙ
C. রামমোহন রায়
D. কেশব সেন
উত্তরঃ B. আত্মারাম পান্ডুরাঙ
24. ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?
A. লর্ড মাউন্টব্যাটেন
B. লর্ড ক্যানিং
C. আবুল কালাম আজাদ
D. চক্রবর্তী রাজাগোপালাচারী
উত্তরঃ D. চক্রবর্তী রাজাগোপালাচারী
25. ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল ?
A. আচার্য কৃপালিনী
B. গোবিন্দ বল্লভ পন্থ
C. সর্দার বল্লভভাই প্যাটেল
D. হরেকৃষ্ণ মেহতাব
উত্তরঃ C. সর্দার বল্লভভাই প্যাটেল
26. ভারতে রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল ?
A. 1944 খ্রী:-র ডিসেম্বর
B. 1945 খ্রী:-র ফেব্রুয়ারী
C. 1946 খ্রী:-র ফেব্রুয়ারী
D. 1946 খ্রী:-র আগস্ট
উত্তরঃ C. 1946 খ্রী:-র ফেব্রুয়ারী
27. ভারতের স্বাধীনতাপ্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ?
A. র্যা মসে ম্যাকডোনাল্ড
B. ক্লেমেন্ট এ্যাটলি
C. লয়েড জর্জ
D. উইনস্টন চার্চিল
উত্তরঃ B. ক্লেমেন্ট এ্যাটলি
28. কোন বছর মুসলিম লিগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল ?
A. 1916 খ্রী:
B. 1929 খ্রী:
C. 1940 খ্রী:
D. 1946 খ্রী:
উত্তরঃ C. 1940 খ্রী:
29. কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় ?
A. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
B. ফেনি অভিযান
C. কার্পোল অভিযান
D. পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযান
উত্তরঃ D. পাহাড়তলী ইউরোপীয় ক্লাব অভিযান
30.রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ?
A. চোখের বালি
B. ঘরে বাইরে
C. চতুরঙ্গ
D. চার অধ্যায়
উত্তরঃ B. ঘরে বাইরে
31. বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় ?
A. 1942
B. 1944
C. 1945
D. 1946
উত্তরঃ D. 1946
32. কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন ?
A. ওয়ারেন হেস্টিংস
B. লর্ড কর্ণওয়ালিশ
C. লর্ড বেন্টিঙ্ক
D. লর্ড ক্যানিং
উত্তরঃ B. লর্ড কর্ণওয়ালিশ
33. ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে ?
A. 26 জানুয়ারী 1950
B. 2 অক্টোবর 1942
C. 15 আগস্ট 1947
D. 3 ডিসেম্বর 1972
উত্তরঃ C. 15 আগস্ট 1947
34. বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন ?
A. দুদুমিয়াঁ
B. তিতুমীর
C. হাজী শরিয়াতুল্লা
D. সঈদ আহমেদ
উত্তরঃ D. সঈদ আহমেদ
35. ‘বাউন্ডারী কমিশনের’ প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন ?
A. ভি.পি. মেনন
B. স্যার সিরিল র্যা ডক্লিফ
C. স্ট্যাফোর্ড ক্রিপস
D. লর্ড পেথিক লরেন্স
উত্তরঃ D. লর্ড পেথিক লরেন্স
36. ‘হিন্দু পেট্রিয়ট’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
A. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
B. কৃষ্ণকুমার মিত্র
C. বিপিনচন্দ্র পাল
D. শিবনাথ শাস্ত্রী
উত্তরঃ A. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
37. ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত হয়েছিলেন ?
A. ডব্ল্যু. সি. ব্যানার্জী
B. এস.এন. ব্যানার্জী
C. এ.ও. হিউম
D. মহাত্মা গান্ধি
উত্তরঃ C. এ.ও. হিউম
38. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
A. দাদাভাই নওরোজি
B. ডব্ল্যু. সি. ব্যানার্জী
C. ফিরোজ শাহ মেহতা
D. এস.এন. ব্যানার্জী
উত্তরঃ B. ডব্ল্যু. সি. ব্যানার্জী
39. প্যারিসে ‘বন্দেমাতরম’ পত্রিকা কে সম্পাদনা করতেন ?
A. মাদাম কামা
B. শ্যামজী কৃষ্ণাবর্মা
C. লালা হরদয়াল
D. ভূপেন দত্ত
উত্তরঃ A. মাদাম কামা
40. সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে ?
A. 1855
B. 1857
C. 1859
D. 1871
উত্তরঃ A. 1855
41. ‘আর্য সমাজ’ প্রতিষ্ঠা করেছিলেন -
A. লালা লাজপৎ রায়
B. বাল গঙ্গাধর তিলক
C. দয়ানন্দ সরস্বতী
D. অরবিন্দ ঘোষ
উত্তরঃ C. দয়ানন্দ সরস্বতী
42. কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করেন ?
A. 1791
B. 1792
C. 1793
D. 1794
উত্তরঃ C. 1793
43. ‘আলিগড় আন্দোলন’ শুরু করেছিলেন -
A. সৈয়দ আমেদ খান
B. এম.এ. জিন্নাহ
C. এ.কে. আজাদ
D. থিওডোর বেক
উত্তরঃ A. সৈয়দ আমেদ খান
44. ‘পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া’ বইটির লেখক কে ?
A. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
B. ফিরোজশাহ মেহতা
C. বদরুদ্দিন তায়েবজি
D. দাদাভাই নওরোজি
উত্তরঃ D. দাদাভাই নওরোজি
45. “স্বরাজ আমার জন্মগত অধিকার” -কে বলেছিলেন ?
A. বাল গঙ্গাধর তিলক
B. বিপিন চন্দ্র পাল
C. লালা লাজপৎ রায়
D. মহাত্মা গান্ধি
উত্তরঃ A. বাল গঙ্গাধর তিলক
46. ‘নীল বিদ্রোহ’ নিয়ে নিয়মিত আলোকপাত করা হত -
A. হিন্দু পেট্রিয়টে
B. টাইমস অফ ইন্ডিয়ায়
C. স্টেটসম্যানে
D. ইংলিশম্যানে
উত্তরঃ A. হিন্দু পেট্রিয়টে
47. ‘আজাদ হিন্দ ফৌজ’ কোথায় প্রথম স্থাপিত হয় ?
A. টোকিও
B. রেঙ্গুন
C. সিঙ্গাপুর
D. ব্যাঙ্কক
উত্তরঃ C. সিঙ্গাপুর
48. মহাত্মা গান্ধি প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম -
A. ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস
B. মজুর মহাজন
C. সর্ব-ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস
D. ওয়াকার্স ওয়েলফেয়ার লীগ
উত্তরঃ B. মজুর মহাজন
49. ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলিয়া গণ্য করা হয় ?
A. চৌরিচৌরা কৃষক অভ্যুত্থান
B. 1946 সালের নৌ বিদ্রোহ
C. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
D. সিপাহি বিদ্রোহ (1857 সাল)
উত্তরঃ D. সিপাহি বিদ্রোহ (1857 সাল)
50. 1906 সালে সিমলায় মুসলিম প্রতিনিধিদলের কে নেতৃত্ব দিয়েছিলেন ?
A. সলিমুল্লাহ
B. আগা খান
C. মহম্মদ আলি
D. সৌকৎ আলি
উত্তরঃ B. আগা খান
51. দ্বিতীয় বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন -
A. হরিপুরায়
B. ত্রিপুরীতে
C. ওয়ার্ধায়
D. পাটনায়
উত্তরঃ B. ত্রিপুরীতে
52. স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন ?
A. লিয়াকৎ আলি খান
B. লিয়াকৎ হোসেন
C. মহম্মদ আলি
D. এ.কে. আজাদ
উত্তরঃ A. লিয়াকৎ আলি খান
53. কোন জায়গায় মহাত্মা গান্ধি ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা অর্জন করেন ?
A. বরদোলি
B. ডান্ডী
C. চৌরিচৌরা
D. চম্পারণ
উত্তরঃ B. ডান্ডী
54. বোম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌ-বিদ্রোহ ঘটেছিল ?
A. 1942
B. 1944
C. 1945
D. 1946
উত্তরঃ D. 1946
55. 1857 -এর বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দি হয়েছিলেন ?
A. ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ
B. নানাসাহেব
C. বাহাদুর শাহ জাফর
D. উপরোক্ত কেউই নন
উত্তরঃ C. বাহাদুর শাহ জাফর
56. 1922 সালে লর্ড হার্ডিঞ্জের উপর কে আক্রমন চালিয়েছিলেন ?
A. রাসবিহারী বসু
B. ভগৎ সিং
C. ক্ষুদিরাম বোস
D. অজিত সিং
উত্তরঃ A. রাসবিহারী বসু
57. মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন ?
A. লালা হরদয়াল
B. অজিত সিং
C. লালা লাজপৎ রায়
D. পি. মিত্র
উত্তরঃ A. লালা হরদয়াল
58. দিল্লীর কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন ‘বিপ্লব দীর্ঘজীবি হোক’ ?
A. ভগৎ সিং
B. রাসবিহারী বসু
C. এম.এন.রায়
D. লালা লাজপৎ রায়
উত্তরঃ A. ভগৎ সিং
59. কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবী প্রথম উত্থাপিত হয় ?
A. নাগপুর
B. অমৃতসর
C. লাহোর
D. কলকাতা
উত্তরঃ C. লাহোর
60. কোন ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল ?
A. চৌরিচৌরার গণ হিংসা
B. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড
C. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
D. স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠা
উত্তরঃ A. চৌরিচৌরার গণ হিংসা
61. 1919 সালের আইন কী নামে পরিচিত ছিল ?
A. রওলাট অ্যাক্ট
B. মর্লে-মিন্টো অ্যাক্ট
C. মন্ট-ফোর্ড অ্যাক্ট
D. সাইমন অ্যাক্ট
উত্তরঃ A. রওলাট অ্যাক্ট
62. বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন -
A. এ.কে. ফজলুল হক
B. মুজাফফর আমেদ
C. আবদুল হালিম
D. হুমায়ুন কবীর
উত্তরঃ B. মুজাফফর আমেদ
63. খুদা-ই-খিদমদগারের নেতা কে ছিলেন ?
A. এম.এ. জিন্নাহ
B. খান আবদুল গফফর খান
C. এ.কে. আজাদ
D. মহম্মদ আলি
উত্তরঃ B. খান আবদুল গফফর খান
64. ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি -
A. ব্রাহ্মসমাজ
B. আর্যসমাজ
C. বঙ্গীয় ল্যান্ডহোল্ডার সোসাইটি [ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-1852]
D. উপরের কোনটিই নয়
উত্তরঃ C. বঙ্গীয় ল্যান্ডহোল্ডার সোসাইটি (ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-1852)
65. ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান কে দিয়েছিল ?
A. সুভাষ চন্দ্র বসু
B. ভগৎ সিং
C. স্যার মহম্মদ ইকবাল
D. লালা লাজপৎ রায়
উত্তরঃ B. ভগৎ সিং
66. ‘গদরপার্টি’ কোথায় গঠিত হয়েছিল ?
A. নিউইয়র্ক
B. টোকিও
C. সানফ্রান্সিসকো
D. লাহোর
উত্তরঃ C. সানফ্রান্সিসকো
67. ‘অধীনতামূলক মিত্রতা’ নীতি কে প্রবর্তন করেছিলেন ?
A. ডালহৌসি
B. ক্যানিং
C. ওয়েলেসলি
D. ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ C. ওয়েলেসলি
68. ‘সার্ভেন্টস অফ ইন্ডিয়া’ সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন ?
A. এম.এন. যোশী
B. এইচ. এন. কুঞ্জুর
C. বি.জি. তিলক
D. ভি.ডি. সাভারকর
উত্তরঃ D. ভি.ডি. সাভারকর
69. ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন ?
A. রাজা রামমোহন
B. এল.ভি. ডিরোজিও
C. দেবেন্দ্রনাথ ঠাকুর
D. ডেভিড হেয়ার
উত্তরঃ B. এল.ভি. ডিরোজিও
70. ‘জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড’ অনুষ্ঠিত হয়েছিল এই বত্সরে -
A. 1914
B. 1916
C. 1919
D. 1929
উত্তরঃ C. 1919
71. কোন গভর্নর-জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল ?
A. লর্ড ডালহৌসি
B. লর্ড কার্জন
C. লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক
D. লর্ড কর্ণওয়ালিশ
উত্তরঃ D. লর্ড কর্ণওয়ালিশ
72. গান্ধিজির ভারতে গণআন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?
A. বরদৌলি
B. ডান্ডি
C. চৌরিচৌরা
D. চম্পারণ
উত্তরঃ D. চম্পারণ
73. ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী গঠন কে করেছিলেন
A. এম. এন. রায়
B. লালা হরদয়াল
C. রাসবিহারী বসু
D. সুভাষচন্দ্র বসু
উত্তরঃ C. রাসবিহারী বসু
74. ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
A. জে.এল. নেহরু
B. সর্দার প্যাটেল
C. জে.বি. কৃপালিনি
D. আবুল কালাম আজাদ
উত্তরঃ C. জে.বি. কৃপালিনি
75. ‘পথের দাবি’ -র লেখক কে ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
C. সতীনাথ ভাদুড়ি
D. তারাশংকর বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ B. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
76. আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন ?
A. লর্ড লিটন
B. লর্ড মেয়ো
C. লর্ড কার্জন
D. উপরের কেউই নন
উত্তরঃ B. লর্ড মেয়ো
77. মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল ?
A. 1854 - 1855
B. 1890
C. 1899 - 1900
D. 1902
উত্তরঃ C. 1899 - 1900
78. কাকে বলা হয় ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা ?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. রাজা রামমোহন রায়
C. এম.কে. গান্ধি
D. স্বামী বিবেকানন্দ
উত্তরঃ B. রাজা রামমোহন রায়
79. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন -
A. মহম্মদ আলি
B. বদরুদ্দিন তায়েবজি
C. আবুল কালাম আজাদ
D. উপরের কেউই নন
উত্তরঃ B. বদরুদ্দিন তায়েবজি
80. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ?
A. এম.এন.যোশী
B. জে.এল.নেহরু
C. লালা লাজপৎ রায়
D. মুজাফফর আহমেদ
উত্তরঃ C. লালা লাজপৎ রায়
81. ম্যাকমোহন সীমান্তরেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?
A. ভারত ও পাকিস্তান
B. ভারত ও চিন
C. ভারত ও নেপাল
D. ভারত ও বাংলাদেশ
উত্তরঃ B. ভারত ও চিন
82. কে বলেছিলেন “কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয়, তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে” ?
A. জে.এল. নেহরু
B. এম.কে. গান্ধি
C. বল্লভভাই প্যাটেল
D. ড. রাজেন্দ্রপ্রসাদ
উত্তরঃ B. এম.কে. গান্ধি
83. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি ছিলেন ?
A. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
B. জি.এইচ.দেশমুখ
C. এ.বেসান্ত
D. ডব্লিউ.সি.ব্যানার্জী
উত্তরঃ D. ডব্লিউ.সি.ব্যানার্জী
84. মুজফফরপুর খুনের (1908) সাথে কোন্ দুই বিপ্লবী জড়িত ছিলেন ?
A. বিনয় বসু, বাদল গুপ্ত
B. সূর্য সেন, লোকনাথ বল
C. দামোদর এবং বালকৃষ্ণ চাপেকর
D. প্রফুল্ল চাকী, ক্ষুদিরাম বসু
উত্তরঃ D. প্রফুল্ল চাকী, ক্ষুদিরাম বসু
85. লাহোর কংগ্রেস (1929) -এর উদ্দেশ্য ছিল -
A. ভারতের জন্য স্বশাসন
B. ভারতের জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন
C. ভারতের পূর্ণ স্বাধীনতা
D. ভারতের জন্য আঞ্চলিক স্বায়ত্তশাসন
উত্তরঃ C. ভারতের পূর্ণ স্বাধীনতা
86. মন্টেগু চেমসফোর্ড সংস্কারে সুপারিশ করা হয়েছিল
A. দ্বৈতশাসন
B. প্রাদেশিক স্বায়ওশাসন
C. আংশিক স্বাধীনতা
D. পৃথক সাম্প্রদায়িক নির্বাচকমণ্ডলী
উত্তরঃ A. দ্বৈতশাসন
87. কিসের জন্য গান্ধীজী চম্পারণ আন্দোলন করেছিলেন ?
A. হরিজনদের অধিকার সুরক্ষা
B. আইন অমান্য আন্দোলন
C. হিন্দু সমাজের ঐক্যরক্ষা
D. নীল চাষীদের সমস্যার সমাধান
উত্তরঃ D. নীল চাষীদের সমস্যার সমাধান
88. অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয় ?
A. ফেব্রুয়ারী 11, 1922
B. ফেব্রুয়ারী 20, 1922
C. ফেব্রুয়ারী 19, 1922
D. ফেব্রুয়ারী 28, 1922
উত্তরঃ A. ফেব্রুয়ারী 11, 1922
89. 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে কোন্ মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করেন ?
A. সরোজিনী নাইডু
B. পদ্মজা নাইডু
C. এনি বেসান্ত
D. প্রীতিলতা ওয়াদ্দেদার
উত্তরঃ A. সরোজিনী নাইডু
90. “আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি” - কে বলেছিলেন ?
A. ফজলুল হক
B. লর্ড কার্জন
C. স্ট্যাফোর্ড ক্রিপস
D. লর্ড মাউন্টব্যাটেন
উত্তরঃ B. লর্ড কার্জন
91. নব্যবঙ্গ আন্দোলনের প্রেরণা কে ছিলেন ?
A. মধুসূদন দত্ত
B. হেনরি ভিভিয়ান ডিরোজিও
C. কৃষ্ণমোহন ব্যানার্জী
D. রামগোপাল ঘোষ
উত্তরঃ B. হেনরি ভিভিয়ান ডিরোজিও
92. মুসলীম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য প্রথম ডাক দিয়েছিল কোন্ সালে ?
A. 1939
B. 1940
C. 1941
D. 1942
উত্তরঃ B. 1940
93. সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয় ?
A. 1926
B. 1936
C. 1946
D. 1956
উত্তরঃ B. 1936
94. অকালি আন্দোলন কবে শুরু হয় ?
A. 1901
B. 1911
C. 1921
D. 1931
উত্তরঃ C. 1921
95. 1878 সালের দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন ?
A. লর্ড রিপন
B. লর্ড লিটন
C. লর্ড কার্জন
D. লর্ড মিন্টো
উত্তরঃ A. লর্ড রিপন
96. কোন্ সালে তিলক ‘কর দেব না’ অভিযান করেছিলেন ?
A. 1896
B. 1898
C. 1895
D. 1899
উত্তরঃ A. 1896
97. ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল ?
A. মহারাষ্ট্র
B. বাংলা
C. পাঞ্জাব
D. রাজস্থান
উত্তরঃ A. মহারাষ্ট্র
98. উনিশ শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটিয়েছিলেন ?
A. সৈয়দ আহমেদ খান
B. নবাব সলিমুল্লাহ
C. বাদশা খান
D. আবুল কালাম আজাদ
উত্তরঃ A. সৈয়দ আহমেদ খান
99. চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন ?
A. প্রীতিলতা ওয়াদ্দেদার
B. সূর্য সেন
C. অনন্ত সিংহ
D. লোকনাথ বল
উত্তরঃ A. প্রীতিলতা ওয়াদ্দেদার
100. কোন্ বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ?
A. 1930
B. 1929
C. 1921
D. 1916
উত্তরঃ B. 1929
101. ‘স্বদেশবান্ধব সমিতি’ কে প্রতিষ্ঠা করেন ?
A. অশ্বিনীকুমার দত্ত
B. পুলিন দাস
C. সূর্য সেন
D. বারীন্দ্র ঘোষ
উত্তরঃ A. অশ্বিনীকুমার দত্ত
102. 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল ?
A. বিহার
B. পাঞ্জাব
C. গুজরাট
D. বাংলা
উত্তরঃ D. বাংলা
103. কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থন / সহায়তা করেছিলেন ?
A. শিশিরকুমার ঘোষ
B. হরিশচন্দ্র মুখার্জি
C. বারীন্দ্র ঘোষ
D. বিপিনচন্দ্র পাল
উত্তরঃ B. হরিশ মুখার্জি
সম্পূর্ণ পিডিএফের ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে
File Details::
File Name: Indian National Movement Questions & Answers
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 12
File size: 0.86 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box