Breaking





Thursday, April 07, 2022

Bangla GK Library Part-309 | বাংলা জিকে লাইব্রেরি

Bangla GK Library Part-309 | বাংলা জিকে লাইব্রেরি 

Bangla GK Library Part-309 | বাংলা জিকে লাইব্রেরি
GK Library
প্রিয় পাঠকেরা,
আজকে আপনাদের সঙ্গে Bangla GK Library Part-309 শেয়ার করছি। যেটির মধ্যে কমনযোগ্য দশটি জিকের প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে নিজকে সঠিকভাবে প্রস্তুত করে তুলতে পারবেন।

Bangla GK Library

প্রশ্নঃ আজাদ হিন্দ সরকার কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ সুভাষচন্দ্র বসু

প্রশ্নঃ জাতক কাহিনী কার জন্ম এবং তার পূর্ববর্তী জীবন বর্ণনা করে ?
উত্তরঃ গৌতম বুদ্ধ

প্রশ্নঃ শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তরঃ বিজ্ঞান ও প্রযুক্তি

প্রশ্নঃ কোন দিনটি বিশ্ব ঐতিহ্য দিবস হিসেবে পালিত ?
উত্তরঃ ১৮ই এপ্রিল

প্রশ্নঃ বৈদ্যুতিক হিটার এর তারের বৈশিষ্ট্য কী ?
উত্তরঃ উচ্চ গলনাংক

প্রশ্নঃ নিউক্লিয় রিয়াক্টরে ব্যবহৃত জ্বালানিটির নাম কী ?
উত্তরঃ ইউরেনিয়াম

প্রশ্নঃ মিশরের রাজাদের কী বলা হত ?
উত্তরঃ ফারাও

প্রশ্নঃ কোন বিল অর্থবিল কিনা তার সিদ্ধান্ত নেয় কে ?
উত্তরঃ লোকসভার স্পিকার

প্রশ্নঃ কে বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি চালু করেন ?
উত্তরঃ লিনিয়াস

প্রশ্নঃ ১০০ বছর সময় কালে অধিবর্ষ রয়েছে কয়টি ?
উত্তরঃ ২৪টি

আগের পর্ব::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box