Breaking





Friday, May 20, 2022

বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান PDF | pH Value of Different Substances

বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান PDF | বিভিন্ন জিনিসের pH-এর মান PDF 

বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান PDF | pH Value of Different Substances
বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান
প্রিয় পাঠকেরা,
আজ বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান PDFটি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন পদার্থ ও দ্রবণ ও তাদের pH-এর মানের সুন্দর একটি তালিকা বাংলা ভাষায় লিপিবদ্ধ করা আছে। রসায়ন বিজ্ঞানের অন্যতম একটি টপিক এটি। Railway Group D, NTPC-সহ আরো অন্যান্য পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন এসে থাকে। যেমন:- বিশুদ্ধ জলের pH-এর মান কত?, মানুষের রক্তে pH-এর মান কত?, ডিমের সাদা অংশে pH-এর মান কত? ইত্যাদি।

সুতরাং সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

বিভিন্ন পদার্থদ্রবণের pH মান

পদার্থ/দ্রবণ pH মান
বিশুদ্ধ জল ৭.০
সমুদ্রের জল ৭.৫-৮.৫
বৃষ্টির জল ৫.৬-৬.০
চোখের জল ৪.৮-৭.৫
চুন জল ১২.০
মানুষের লালারস ৬.৫-৭.৫
মানুষের মূত্র ৬.০
মানুষের রক্ত ৭.৩-৭.৫
গরুর দুধ ৬.৪
মাখন ৬.১-৬.৪
আপেলের রস ২.৯-৩.৩
লেবুর রস ২.২-২.৪
গ্যাস্ট্রিক রস ১.০
কমলার শরবত ৩.৭
স্ট্রবেরী ৩.০-৩.৫
ফলের জেলি ২.৮-৩.৪
টমেটো ৪.০-৪.৫
চা ৫.৫
কফি ৫.০
ডিমের সাদা অংশ ৭.৬-৮.০
প্রশমিত মৃত্তিকা ৭.০
উর্বর মৃত্তিকা ৬.৫-৭.০
দাঁত মাজন ৮.০
ভিনিগার ২.৯
লন্ড্রির অ্যামোনিয়া ১১.০
চুন ১.৮-২.০
ব্যাটারির অ্যাসিড ১.০
বেকিং সোডা ৮.৩
বিয়ার ৪.৫

pH-এর মানের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: pH Value of Different Substances
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 02
File size: 0.61 MB



⎔ প্রশ্ন ও উত্তরে বিভিন্ন জিনিসের pH মাত্রা ::-

প্রশ্নঃ বিশুদ্ধ জলের pH এর মান কত ?
উত্তরঃ ৭.০

প্রশ্নঃ সমুদ্রের জলের pH এর মান কত ?
উত্তরঃ ৭.৫-৮.৫

প্রশ্নঃ মানুষের লালারসের pH -এর মান কত ? 
উত্তরঃ ৬.৫-৭.৫

প্রশ্নঃ মানুষের মূত্রের pH এর মান কত ?
উত্তরঃ ৬.০

প্রশ্নঃ মানুষের রক্তের pH এর মান কত ?
উত্তরঃ ৭.৩-৭.৫

প্রশ্নঃ গরুর দুধের pH এর মান কত ?
উত্তরঃ ৬.৪

প্রশ্নঃ উর্বর মাটির pH এর মান কত ? 
উত্তরঃ ৬.৫-৭.০

প্রশ্নঃ লেবুর রসের pH এর মান কত ?
উত্তরঃ ২.২-২.৪

প্রশ্নঃ বৃষ্টির জলের pH মান কত ?
উত্তরঃ ৫.৬-৬.০

প্রশ্নঃ ডিমের সাদা অংশের pH এর মান কত ?
উত্তরঃ ৭.৬-৮.০

প্রশ্নঃ চা এর pH মান কত ?
উত্তরঃ ৫.৫

প্রশ্নঃ বেকিং সোডার pH এর মান কত ? 
উত্তরঃ ৮.৩

প্রশ্নঃ ব্যাটারির অ্যাসিডের pH মান কত ? 
উত্তরঃ ১.০

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box