Breaking





Thursday, June 09, 2022

বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র PDF | First Film of Different Languages in India

বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র PDF | First Film of Different Languages in India 

বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র PDF | First Film of Different Languages of India
বিভিন্ন ভাষার প্রথম চলচ্চিত্র
প্রিয় পাঠকেরা,
আজ বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র PDFটি শেয়ার করলাম। যেটিতে ভারতের বিভিন্ন ভাষার প্রথম চলচ্চিত্র বা সিনেমার নাম ও সালের সুন্দর একটি তালিকা বাংলা ভাষায় লিপিবদ্ধ করা আছে। বিভিন্ন পরীক্ষায় জিকের অংশ হিসাবে চলচ্চিত্র থেকে প্রশ্ন এসে থাকে। যেমন:- বাংলা ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কী?, অসমীয়া ভাষায় প্রথম সিনেমার নাম কী?, কাশ্মীরি ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কী? ইত্যাদি।

তাই আর সময় অপচয় না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।

বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র

ভাষা প্রথম চলচ্চিত্র সাল
মারাঠি শ্রী পুন্ডালিক ১৯১২
হিন্দি রাজা হরিশচন্দ্র‌ ১৯১৩
তামিল কিচাকা ভাধাম ১৯১৭
বাংলা বিল্বমঙ্গল ১৯১৯
মালায়ালাম ভিগাথাকুমারণ ১৯২০
তেলেগু ভীষ্মা প্রতিজ্ঞা ১৯২১
গুজরাটি নরসিংহ মেহোতা ১৯৩২
পাঞ্জাবি হীর রাঞ্জা ১৯৩২
কন্নড় সতী সুলোচনা ১৯৩৪
অসমীয়া জয়মতি ১৯৩৫
ওড়িয়া সীতা বিবাহ ১৯৩৬
রাজস্থানী নিজারানো ১৯৪২
কোঙ্কণী মুগাছো আনভদ্দো ১৯৫০
ভোজপুরি
গঙ্গা মাইয়া তোহে
পিয়ারি চাদাইবো
১৯৬৩
কাশ্মীরি মানিজ রাত ১৯৬৪
তুলু এন্না তাঙ্গাদি ১৯৭১
বাদাগা কালা থাপিথা পায়িলু ১৯৭৯
গাড়োয়ালি জাগওয়াল ১৯৮৩
কোসলি ভূকনা ১৯৮৯

প্রশ্ন ও উত্তরে ভারতের বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র ::

প্রশ্নঃ মারাঠি ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কী?
উত্তরঃ শ্রী পুন্ডালিক (১৯১২)

প্রশ্নঃ হিন্দি ভাষায় প্রথম সিনেমার নাম কী?
উত্তরঃ রাজা হরিশচন্দ্র‌ (১৯১৩)

প্রশ্নঃ তামিল ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কী?
উত্তরঃ কিচাকা ভাধাম (১৯১৭)

প্রশ্নঃ বাংলা ভাষায় প্রথম সিনেমার নাম কী?
উত্তরঃ বিল্বমঙ্গল (১৯১৯)

প্রশ্নঃ মালায়ালাম ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কী?
উত্তরঃ ভিগাথাকুমারণ (১৯২০)

প্রশ্নঃ তেলেগু ভাষায় প্রথম সিনেমার নাম কী?
উত্তরঃ ভীষ্মা প্রতিজ্ঞা (১৯২১)

প্রশ্নঃ গুজরাটি ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কী?
উত্তরঃ নরসিংহ মেহোতা (১৯৩২)

প্রশ্নঃ পাঞ্জাবি ভাষায় প্রথম সিনেমার নাম কী?
উত্তরঃ হীর রাঞ্জা (১৯৩২)

প্রশ্নঃ কন্নড় ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কী?
উত্তরঃ সতী সুলোচনা (১৯৩৪)

প্রশ্নঃ অসমীয়া ভাষায় প্রথম সিনেমার নাম কী?
উত্তরঃ জয়মতি (১৯৩৫)

প্রশ্নঃ ওড়িয়া ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কী?
উত্তরঃ সীতা বিবাহ (১৯৩৬)

প্রশ্নঃ রাজস্থানী ভাষায় প্রথম সিনেমার নাম কী?
উত্তরঃ নিজারানো (১৯৪২)

প্রশ্নঃ কোঙ্কণী ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কী?
উত্তরঃ মুগাছো আনভদ্দো (১৯৫০)

প্রশ্নঃ ভোজপুরি ভাষায় প্রথম সিনেমার নাম কী?
উত্তরঃ গঙ্গা মাইয়া তোহে পিয়ারি চাদাইবো (১৯৬৩)

প্রশ্নঃ কাশ্মীরি ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কী?
উত্তরঃ মানিজ রাত (১৯৬৪)

প্রশ্নঃ গাড়োয়ালি ভাষায় প্রথম সিনেমার নাম কী?
উত্তরঃ জাগওয়াল (১৯৮৩)

চলচ্চিত্রের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: বিভিন্ন ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 02
File size: 0.72 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box