Breaking





Monday, June 06, 2022

ভারতের বিভিন্ন খাল বা ক্যানেল PDF | List of Canals in India

ভারতের উল্লেখযোগ্য খাল তালিকা PDF | Important Canals In India 

ভারতের বিভিন্ন খাল বা ক্যানেল PDF | List of Canals in India
ভারতের বিভিন্ন খাল
প্রিয় পাঠকেরা,
আজ ভারতের বিভিন্ন খাল বা ক্যানেল PDFটি শেয়ার করলাম। যেটিতে ভারতের উল্লেখযোগ্য সেচ খালের নাম ও তাদের অবস্থানের সুন্দর একটি তালিকা বাংলা ভাষায় দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষায় খাল বা Canal থেকে প্রশ্ন এসে থাকে। যেমন:- নর্মদা খাল কোন রাজ্যে রয়েছে?, ইডেন খাল কোন রাজ্যে অবস্থিত?, সারদা খাল কোন রাজ্যে রয়েছে? ইত্যাদি।

তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

ভারতের উল্লেখযোগ্য খাল বা ক্যানেল

খালের নাম অবস্থান
সেতুসমুদ্রম শিপিং ক্যানেল প্রোজেক্ট তামিলনাড়ু, কেরালা
ইন্দিরা গান্ধী খাল সুলতানপুর, পাঞ্জাব, রাজস্থান
বাকিংহাম খাল অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু
ন্যাশনাল ওয়াটারওয়ে ৩ কেরালা
উচ্চ গঙ্গা খাল উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ
নিম্ন গঙ্গা খাল উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ
আগ্রা ক্যানেল উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান
তেলেগু গঙ্গা প্রোজেক্ট অন্ধ্রপ্রদেশ
হান্দ্রি-নীভা অন্ধ্রপ্রদেশ
কে.সি. ক্যানেল অন্ধ্রপ্রদেশ
তাজেয়ালা ক্যানেল হরিয়ানা
মুনাক ক্যানেল হরিয়ানা ও দিল্লি
পশ্চিম যমুনা খাল হরিয়ানা ও দিল্লি
কলিঙ্গরায়ণ খাল তামিলনাড়ু
বুদ্ধ নালা খাল পাঞ্জাব
শতদ্রু-যমুনা লিংক ক্যানেল পাঞ্জাব
সিরহিন্দ খাল পাঞ্জাব
অনুপগড় খাল রাজস্থান
নর্মদা খাল গুজরাট, রাজস্থান
কনল্লি খাল কেরালা
আইনস্লেই ক্যানেল তামিলনাড়ু
বাসভরাজেশ্বরী ক্যাম্প কর্ণাটক
নিম্ন ভবানী প্রোজেক্ট খাল তামিলনাড়ু
কাবেরী-ভাইগাই লিংক ক্যানেল কেরালা, কর্নাটক, তামিলনাড়ু
কাকাতিয়া খাল তেলেঙ্গানা
সারদা খাল উত্তরপ্রদেশ
জামানিয়া খাল উত্তরপ্রদেশ
দেওকালি খাল উত্তরপ্রদেশ
কর্মনাসা খাল বিহার
দূর্গাবতী খাল বিহার
মহানদী খাল ওড়িশা
ইডেন খাল পশ্চিমবঙ্গ
দামোদর প্রকল্প খাল পশ্চিমবঙ্গ
নালা মার জম্মু-কাশ্মীর
কামবার্জুয়া ক্যানেল গোয়া
সাউন্ডেন কাট মহারাষ্ট্র

প্রশ্নোত্তরে ভারতের বিভিন্ন খাল বা ক্যানেল ::

প্রশ্নঃ ইন্দিরা গান্ধী খাল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ সুলতানপুর, পাঞ্জাব, রাজস্থান

প্রশ্নঃ বাকিংহাম খাল কোন রাজ্যে রয়েছে ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু

প্রশ্নঃ ন্যাশনাল ওয়াটারওয়ে ৩ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ কেরালা

প্রশ্নঃ উচ্চ গঙ্গা খাল কোন রাজ্যে রয়েছে ?
উত্তরঃ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ

প্রশ্নঃ নিম্ন গঙ্গা খাল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ

প্রশ্নঃ আগ্রা ক্যানেল কোন রাজ্যে রয়েছে ?
উত্তরঃ উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান

প্রশ্নঃ কে.সি. ক্যানেল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ

প্রশ্নঃ তাজেয়ালা ক্যানেল কোন রাজ্যে রয়েছে ?
উত্তরঃ হরিয়ানা

প্রশ্নঃ মুনাক ক্যানেল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ হরিয়ানা ও দিল্লি

প্রশ্নঃ পশ্চিম যমুনা খাল কোন রাজ্যে রয়েছে ?
উত্তরঃ হরিয়ানা ও দিল্লি

প্রশ্নঃ কলিঙ্গরায়ণ খাল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ তামিলনাড়ু

প্রশ্নঃ বুদ্ধ নালা খাল কোন রাজ্যে রয়েছে ?
উত্তরঃ পাঞ্জাব

প্রশ্নঃ শতদ্রু-যমুনা লিংক ক্যানেল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ পাঞ্জাব

প্রশ্নঃ সিরহিন্দ খাল কোন রাজ্যে রয়েছে ?
উত্তরঃ পাঞ্জাব

প্রশ্নঃ অনুপগড় খাল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ রাজস্থান

প্রশ্নঃ নর্মদা খাল কোন রাজ্যে রয়েছে ?
উত্তরঃ গুজরাট, রাজস্থান

প্রশ্নঃ কনল্লি খাল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ কেরালা

প্রশ্নঃ আইনস্লেই ক্যানেল কোন রাজ্যে রয়েছে ?
উত্তরঃ তামিলনাড়ু

প্রশ্নঃ নিম্ন ভবানী প্রোজেক্ট খাল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ তামিলনাড়ু

প্রশ্নঃ কাবেরী-ভাইগাই লিংক ক্যানেল কোন রাজ্যে রয়েছে ?
উত্তরঃ কেরালা, কর্নাটক, তামিলনাড়ু

প্রশ্নঃ কাকাতিয়া খাল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ তেলেঙ্গানা

প্রশ্নঃ সারদা খাল কোন রাজ্যে রয়েছে ?
উত্তরঃ উত্তরপ্রদেশ

প্রশ্নঃ জামানিয়া খাল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ উত্তরপ্রদেশ

প্রশ্নঃ দেওকালি খাল কোন রাজ্যে রয়েছে ?
উত্তরঃ উত্তরপ্রদেশ

প্রশ্নঃ কর্মনাসা খাল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ বিহার

প্রশ্নঃ দূর্গাবতী খাল কোন রাজ্যে রয়েছে ?
উত্তরঃ বিহার

প্রশ্নঃ মহানদী খাল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ ওড়িশা

প্রশ্নঃ ইডেন খাল কোন রাজ্যে রয়েছে ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ

প্রশ্নঃ দামোদর প্রকল্প খাল কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ

প্রশ্নঃ কামবার্জুয়া ক্যানেল কোন রাজ্যে রয়েছে ?
উত্তরঃ গোয়া

খাল বা ক্যানেলের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: List of Canals in India
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 02
File size: 0.65 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box