মাধ্যমিক রেজাল্ট ২০২২ | WB Madhyamik Result 2022 | WBBSE Result 2022
![]() |
মাধ্যমিক রেজাল্ট ২০২২ |
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE)-এর তরফ থেকে জানানো হয়েছে ৩রা জুন শুক্রবার সকাল ৯টায় অফসিয়ালই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে এবং সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট জেনে নিতে পারবেন।
আপনারা যারা পশ্চিমবঙ্গ মাধ্যমিক রেজাল্ট ২০২২ খুঁজে চলেছেন তারা নিচে দেওয়া লিংক থেকে অতি সহজেই Madhyamik Result 2022 দেখে নিতে পারবেন।
WB Madhyamik Result 2022
Exam Name | Madhyamik Examination 2022 |
Board Name | West Bengal Board of Secondary Education (WBBSE) |
Result Date | 3rd June 2022 |
Official Website | wbbse.org |
Result Website | wbresults.nic.in |
❏ কিভাবে রেজাল্ট দেখবেন ?
■ প্রথম ধাপ :- উপরে ☝ Result Website এর ঘরের পাশে যে wbresults.nic.in বাটনটি আছে, ওখানে ক্লিক করুন।
■ দ্বিতীয় ধাপ :- ক্লিক করার পর দেখবেন একটা নতুন পেজ ওপেন হবে, সেখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর / রোল নম্বর ও জন্ম তারিখ সঠিকভাবে প্রদান করুন।
■ তৃতীয় ধাপ :- সঠিক তথ্য প্রদান করার পর Submit বাটনে ক্লিক করুন। তারপরই দেখবেন রেজাল্ট চলে আসছে। রেজাল্টটিকে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন অফলাইনে দেখার জন্য।
রেজাল্ট দেখতে পারবেন সকাল ১০টা হইতে।
❏ মাধ্যমিক রেজাল্ট ২০২২ দেখুন সরাসরি::
মাধ্যমিক রেজাল্ট ২০২২ অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে সরাসরি (Direct) দেখে নিন ☟
www.wbbse.wb.gov.in
wbresults.nic.in
www.exametc.com
www.results.shiksha
www.indiaresults.com
❏ মোবাইল থেকে ম্যাসেজ এর মাধ্যমে কিভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখবেন?
মোবাইলে ইন্টারনেট সুবিধা না থাকলেও নীচের দেওয়া পদ্ধতি অবলম্বন করে ছাত্রছাত্রীরা মাধ্যমিকের রেজাল্ট দেখে নিতে পারবেন। ম্যাসেজ করা যায় এমন যেকোনো ফোন থেকে নীচের পদ্ধতিটি লিখে পাঠালেই মাধ্যমিকের রেজাল্ট চলে আসবে আপনার নির্দিষ্ট মোবাইল নম্বরে।
আপনাদেরকে ফোন থেকে " WB10 <Space> Roll Number " এটি লিখে পাঠাতে হবে " 5676750 " এই নম্বরে।
❏ মোবাইল অ্যাপ এর মাধ্যমে কিভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখবেন?
মাধ্যমিক ২০২২ -এর রেজাল্ট জানার জন্য “Madhyamik Result 2022” নামের একটি মোবাইল অ্যাপ Google Play Store থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর সেখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর / রোল নম্বর ও জন্ম তারিখ সঠিকভাবে প্রদান করে রেজাল্টে দেখে নিতে পারবেন।
বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box