উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২২ | West Bengal HS Result 2022
![]() |
উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২২ |
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে ১০ই জুন শুক্রবার সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক বৈঠকের মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে এবং দুপুর ১২টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট জেনে নিতে পারবেন।
আপনারা যারা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২২ খুঁজে চলেছেন তারা নিচে দেওয়া পদ্ধতি গুলি ফলো করে খুব সহজেই WB HS Result 2022 দেখে নিতে পারবেন।
West Bengal HS Result 2022
Exam Name | Higher Secondary Examination 2022 |
Board Name | West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) |
Result Date | 10th June 2022 |
Official Website | wbchse.nic.in |
Result Website | wbresults.nic.in |
⦿ কিভাবে রেজাল্ট দেখবেন ?
❍ প্রথম ধাপ :- উপরে ☝ Result Website এর ঘরে যে wbresults.nic.in বাটনটি আছে, ওখানে ক্লিক করুন।
❍ দ্বিতীয় ধাপ :- ক্লিক করার পর দেখবেন একটা নতুন পেজ ওপেন হবে, সেখানে আপনার রোল নম্বর সঠিকভাবে প্রদান করুন।
❍ তৃতীয় ধাপ :- সঠিক তথ্য প্রদান করার পর Submit বাটনে ক্লিক করুন। তারপরই দেখবেন রেজাল্ট চলে আসছে। রেজাল্টটিকে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন অফলাইনে দেখার জন্য।
⦿ উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২২ দেখার ওয়েবসাইট::
wbresults.nic.in
www.exametc.com
www.results.shiksha
www.indiaresults.com
www.jagranjosh.com
www.technoindiagroup.com
⦿ মোবাইল থেকে ম্যাসেজ এর মাধ্যমে কিভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখবেন ?
মোবাইলে ইন্টারনেট সুবিধা না থাকলেও নীচের দেওয়া পদ্ধতি অবলম্বন করে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখে নিতে পারবেন। ফোন থেকে নীচের পদ্ধতিটি লিখে পাঠালেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চলে আসবে সরাসরি আপনার নির্দিষ্ট মোবাইল নম্বরে।
ফোনের SMS অপশনে গিয়ে WB12 <Space> Roll Number এটি লিখে 56070/5676750 এই নম্বরগুলির যেকোনো একটিতে সেন্ট করলে রেজাল্ট চলে আসবে আপনার ফোনে।
⦿ Pre-register Process for WB HS Result 2022
এই পদ্ধতিটি রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে www.exametc.com -এই ওয়েবসাইটে মোবাইল নং এবং রোল নম্বর প্রি-রেজিস্টার করে রাখতে হয়। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর ম্যাসেজ মারফত নির্দিষ্ট নম্বরে রেজাল্ট পাঠিয়ে দেয়।
⦿ মোবাইল অ্যাপ এর মাধ্যমে কিভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখবেন ?
উচ্চ মাধ্যমিক ২০২২ -এর রেজাল্ট জানার জন্য “WBCHSE Results 2022” নামের একটি মোবাইল অ্যাপ Google Play Store থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর সেখানে আপনার রোল নম্বর সঠিকভাবে প্রদান করে রেজাল্টে দেখে নিতে পারবেন।
এই পোস্টটিকে সবার সঙ্গে শেয়ার করুন, যাতেকরে আপনার পাশাপাশি আপনার বন্ধুরাও যেন খুব সহজে উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখতে পারেন।
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box