Breaking





Tuesday, July 05, 2022

ইউরোপীয় দেশগুলির রাজধানী ও মুদ্রার নাম তালিকা PDF | List of Capitals and Currencies of European Countries

ইউরোপ মহাদেশের দেশগুলির নাম, রাজধানী এবং মুদ্রার নাম জেনে নিন; 

ইউরোপীয় দেশগুলির রাজধানী ও মুদ্রার নাম তালিকা PDF | List of Capitals and Currencies of European Countries
রাজধানী ও মুদ্রার নাম
Hello Friends,
আজ ইউরোপীয় দেশগুলির রাজধানী ও মুদ্রার নাম তালিকা PDFটি শেয়ার করলাম। যেটিতে ইউরোপ মহাদেশের দেশগুলির নাম, রাজধানী ও মুদ্রার নামের সুন্দর একটি তালিকা উপস্থাপন করা আছে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই তালিকাটি খুবই গুরুত্বপূর্ণ।

সুতরাং সময় অপচয় না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য Capitals and Currencies of European Countries পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।

ইউরোপীয় দেশগুলির রাজধানী ও মুদ্রা

দেশ রাজধানী মুদ্রা
আলবেনিয়া তিরানা লেক
আর্মেনিয়া ইয়েরেভান ড্রাম
অস্ট্রিয়া ভিয়েনা ইউরো
বেলারুশ মিনস্ক রুবল
বেলজিয়াম ব্রাসেলস ইউরো
বসনিয়া ও হার্জেগোভিনা সারায়েভো নিউ দিনার
বুলগেরিয়া সফিয়া লেভ
ক্রোয়েশিয়া জাগরেব কুনা
সাইপ্রাস নিকোসিয়া ইউরো
চেক প্রজাতন্ত্র প্রাগ চেক করুনা
ডেনমার্ক কোপেনহেগেন ডেনিশ ক্রোনা
ইস্তোনিয়া তাল্লিন ক্রোন
ফিনল্যান্ড হেলসিঙ্কি ইউরো
ফ্রান্স প্যারিস ইউরো
জর্জিয়া তিবিলিসি লারি
জার্মানি বার্লিন ইউরো
গ্রিস অ্যাথেন্স ইউরো
হাঙ্গেরি বুদাপেস্ট ফোরিন্ট
আইসল্যান্ড রেইকিয়াভিক ক্রোনা
আয়ার‌ল্যান্ড ডাবলিন ইউরো
ইতালি রোম ইউরো
লাটভিয়া রিগা লার্টস
লিথুয়ানিয়া ভিলনিউস লিটাস
লুক্সেমবার্গ লুক্সেমবার্গ ইউরো
ম্যাসেডোনিয়া স্কোপজে দিনার
মাল্টা ভালেত্তা লিরা
মলদোভা কিশিনাউ লিউ
মোনাকো মোনাকো মোনাকো ফ্রাঁ
মন্টিনিগ্রো পোডগোরিকো ইউরো
নেদারল্যান্ডস আমস্টারডাম ইউরো
নরওয়ে অসলো নরজিয়ান ক্রোনা
পোল্যান্ড ওয়ার্সা জোলটি
পর্তুগাল লিসবন ইউরো
রোমানিয়া বুখারেস্ট লিউ
রাশিয়া মস্কো রুবল
সান মারিনো সান মারিনো ইতালীয় লিরা
সার্বিয়া বেলগ্রেড নিউ দিনার
স্লোভাকিয়া ব্রাতিস্লাভা ইউরো
স্লোভেনিয়া লিউব্লিয়ানা তোলার
স্পেন মাদ্রিদ ইউরো
সুইডেন স্টকহোম ক্রোনা
সুইজারল্যান্ড বের্ন ফ্রাঁ
ইউক্রেন কিয়েভ রিভনা
ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি ইউরো
লিচেনস্টেইন ভাদুজ সুইচ ফ্রাঁ
ইংল্যান্ড লন্ডন পাউন্ড
কসোভো প্রিস্টিনা ইউরো
এনডোরা এনডোরা লা ভেল্লা ইউরো

রাজধানী ও মুদ্রার সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: Capitals and Currencies of European Countries
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 03
File size: 0.87 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box