বায়ুমন্ডলে বিভিন্ন গ্যাসের পরিমাণ তালিকা PDF | List of Different Gases in The Atmosphere
![]() |
| বিভিন্ন গ্যাসের পরিমাণ |
সুপ্রিয় বন্ধুরা,
আজ বায়ুমন্ডলে বিভিন্ন গ্যাসের পরিমাণ তালিকা PDFটি শেয়ার করলাম। যেটিতে বায়ুমন্ডলের বিভিন্ন গ্যাস ও তার পরিমাণের সুন্দর একটি তালিকা বাংলায় দেওয়া আছে। বিভিন্ন কম্পেটিটিভ পরীক্ষায় ভুগোলের গুরুত্বপূর্ণ একটি টপিক হিসাবে বায়ুমন্ডলের গ্যাসের পরিমাণ থেকে প্রশ্ন এসে থাকে। যেমন:- বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?, বায়ুমণ্ডলে কত শতাংশ অক্সিজেন থাকে?, বায়ুমণ্ডলে শতকরা কতভাগ আর্গন বিদ্যমান? বায়ুতে CO2-এর পরিমাণ কত?, ইত্যাদি।
সুতরাং সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি ভালোভাবে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
বায়ুমন্ডলে বিভিন্ন গ্যাসের পরিমাণ
| গ্যাস | পরিমাণ |
|---|---|
| নাইট্রোজেন (N2) | ৭৮০,৮৪০ পিপিএমভি (৭৮.০৮৪%) |
| অক্সিজেন (O2)1 | ২০৯,৪৬০ পিপিএমভি (২০.৯৪৬%) |
| আর্গন (Ar) | ৯,৩৪০ পিপিএমভি (০.৯৩৪০%) |
| কার্বন ডাইঅক্সাইড (CO2) | ৩৯৭ পিপিএমভি (০.০৩৯৭%) |
| নিয়ন (Ne) | ১৮.১৮ পিপিএমভি (০.০০১৮১৮%) |
| হিলিয়াম (He) | ৫.২৪ পিপিএমভি (০.০০০৫২৪%) |
| মিথেন (CH4) | ১.৭৯ পিপিএমভি (০.০০০১৭৯%) |
| ক্রিপ্টন (Kr) | ১.১৪ পিপিএমভি (০.০০০১১৪%) |
| হাইড্রোজেন (H2) | ০.৫৫ পিপিএমভি (০.০০০০৫৫%) |
| নাইট্রাস অক্সাইড (N2O) | ০.৩২৫ পিপিএমভি (০.০০০০৩২৫%) |
| কার্বন মনোক্সাইড (CO) | ০.১ পিপিএমভি (০.০০০০১%) |
| জেনন (Xe) | ০.০৯ পিপিএমভি (৯×১০−৬%) (০.০০০০০৯%) |
| ওজোন (O3) | ০.০ to ০.০৭ পিপিএমভি (০ থেকে ৭×১০−৬%) |
| নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO2) | ০.০২ পিপিএমভি (২×১০−৬%) (০.০০০০০২%) |
| আয়োডিন (I2) | ০.০১ পিপিএমভি (১×১০−৬%) (০.০০০০০১%) |
| অ্যামোনিয়া (NH3) | ট্রেস গ্যাস |
গ্যাসের পরিমাণের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: Different Gases in The Atmosphere
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 01
File size: 0.98 MB

No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box