নবান্ন স্কলারশিপ 2022 সম্পূর্ণ আবেদন পদ্ধতি | Nabanna Scholarship 2022;
![]() |
নবান্ন স্কলারশিপ 2022 |
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রতিবছর ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশীপ দেওয়া হয়ে থাকে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ও কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন, তারা এই মুখ্যমন্ত্রীর নবান্ন স্কলারশিপ ২০২২ বা উত্তরকন্যা স্কলারশিপ 2022 -এর জন্য আবেদন করতে পারবেন। প্রসঙ্গত নবান্ন স্কলারশিপ ও উত্তর কন্যা স্কলারশিপ উভয়ই একই স্কলারশিপ, দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে নবান্ন স্কলারশিপ নামে পরিচিত এবং উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ সম্পর্কে যাবতীয় তথ্য নিম্নে আলোচনা করা হলো।
Nabanna Scholarship 2022
❏ নবান্ন স্কলারশিপ আবেদনের যোগ্যতা::
১) নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ আবেদন করার জন্য বিভিন্ন কোর্স অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার মান রয়েছে। যেসব ছাত্র-ছাত্রী মাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে, আবার যেসব ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর নিয়ে কলেজে ভর্তি হয়েছে, অথবা যে সমস্ত ছাত্র ছাত্রীরা কলেজে ৫৫ শতাংশ নম্বর নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারা এই নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।
স্তর | ন্যূনতম নম্বর |
---|---|
উচ্চ-মাধ্যমিক স্তর | মাধ্যমিকে কমপক্ষে ৫০% কিন্তু ৬০% এর কম |
স্নাতক স্তর | উচ্চ-মাধ্যমিকে কমপক্ষে ৫০% কিন্তু ৬০% এর কম |
স্নাতকোত্তর স্তর | স্নাতক স্তরে (H) কমপক্ষে ৫০% কিন্তু ৫৩% এর কম |
২) নবান্ন স্কলারশিপ 2022 -এ আবেদন করার জন্য আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার কম হতে হবে।
৩) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই এই স্কলারশিপ সে পাবে।
৪) যেসমস্ত ছাত্র ছাত্রীরা বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ -এ আবেদন করেছেন অথবা আগে থেকেই অন্য যেকোনো সরকারি স্কলারশিপ পাচ্ছেন তারা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপে আবেদন করতে পারবেন না।
৫) যে সমস্ত ছাত্রছাত্রী কেবলমাত্র পশ্চিমবঙ্গের কোন শিক্ষা বোর্ড, কাউন্সিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে, পশ্চিমবঙ্গের কোন স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারাই নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপের জন্য যোগ্য।
❏ নবান্ন স্কলারশিপে টাকার পরিমান::
নবান্ন স্কলারশিপে আবেদন করলে বাৎসরিক ১০,০০০ টাকা পাওয়া যাবে। তবে বিভিন্ন কোর্সের সময়সীমা ও কোর্সের খরচ অনুযায়ী টাকার পরিমান বাড়তে পারে।
❏ নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট::
⦿ ফিলাপ করা স্কলারশিপের আবেদনপত্র
⦿ শেষ পরীক্ষার মার্কশিট
⦿ বর্তমান কোর্সে ভর্তির রশিদ
⦿ সরকারি গেজেটেড Group- A অফিসার দ্বারা বাৎসরিক আয়ের সার্টিফিকেট
⦿ এলাকার MLA Recommendation Certificate
⦿ সেল্ফ ডিক্লারেশন কপি
⦿ ব্যাংক একাউন্টের প্রথম পাতার জেরক্স
⦿ এন্ট্রান্স পরীক্ষায় দেওয়া রাঙ্ক কার্ড (প্রযোজ্য হলে)
❏ নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ আবেদন পদ্ধতি::
নবান্ন স্কলারশিপ ২০২২ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২২উভয় স্কলারশিপের আবেদন পদ্ধতি একই। এই স্কলারশিপ আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনের মাধ্যমে। তবে নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ আবেদনের ক্ষেত্রে দুটি আলাদা আলাদা ঠিকানায় আবেদন পত্র দিতে হবে।
১) নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের আবেদনপত্রটি ডাউনলোড করে একটি A4 সাইজের কাগজে প্রিন্ট আউট নিতে হবে।
২) প্রিন্ট আউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং আবেদনপত্রটির নির্দিষ্ট স্থানে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ফটো বসাতে হবে।
৩) আবেদনপত্রের পাশাপাশি সেল্ফ ডিক্লারেশন ফর্ম বা স্ব- ঘোষণাপত্র পূরণ করতে হবে।
৪) যেকোন গ্যাজেটেড গ্রুপ- এ অফিসার দ্বারা পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র নিতে হবে।
৫) আপনার এলাকার MLA -এর Recommendation Certificate বা এম.এল.এ সুপারিশ করা শংসাপত্র নিতে হবে।
উপরে উল্লিখিত সমস্ত নথিপত্র গুলি গ্রুপ- এ গ্যাজেটেড অফিসার দ্বারা Attested করতে হবে। আবেদনপত্রের সাথে Attested করা নথিপত্র গুলি সংযুক্ত করে নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে। কেবল আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই আবেদনপত্র বা ফর্ম সরাসরি অফিসে গিয়ে জমা দিতে পারবেন।
❏ নবান্ন স্কলারশিপ আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা::
Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102
❏ উত্তরকন্যা স্কলারশিপ আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা::
Uttarkanya, P.O. - Satellite Township, Fulbari, Jalpaiguri-734015
❏ নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বর::
প্রতিবছর পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্র-ছাত্রী নবান্ন স্কলারশিপ -এ আবেদন করে থাকেন। আবেদন করার সময় যেকোনো সমস্যা দূর করতে সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে। স্কলারশিপ আবেদন সংক্রান্ত যেকোন অসুবিধার সম্মুখীন হলে নবান্ন স্কলারশিপ হেল্পলাইন নম্বরে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন।
(033)2214 1902 অথবা (033) 2253 5278
❏ আবেদনের শুরু ও শেষ তারিখ::
নবান্ন স্কলারশিপ আবেদন করার নির্দিষ্ট কোন তারিখ নেই। ছাত্র-ছাত্রীরা তাদের বর্তমান কোর্সের যেকোনো সময় নবান্ন স্কলারশিপ -এর জন্য আবেদন করতে পারে।
নীচে দেওয়া লিংকে ক্লিক করে নবান্ন স্কলারশিপ ২০২২ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২২ -এ আবেদন করার সমস্ত ফর্ম গুলি ডাউনলোড করতে পারবেন।
অ্যাপ্লিকেশন ফর্ম | ডাউনলোড লিংক |
---|---|
Nabanna Scholarship Application Form | Download |
Uttarkanya Scholarship Application Form | Download |
MLA Recommendation Form | Download |
Self Declaration Form | Download |
Official Website | wbcmo.gov.in |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box