বিকাশ ভবন স্কলারশিপ ২০২২ | Bikash Bhavan Scholarship 2022
![]() |
বিকাশ ভবন স্কলারশিপ 2022 |
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ ২০২২
❐ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের যোগ্যতা:-
বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতা গুলি অবশ্যই থাকতে হবে।
❍ আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
❍ বিকাশ ভবন স্কলারশিপ 2022 -এ আবেদন করার জন্য আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় ২,৫০,০০০ হাজার টাকা বা তার কম হতে হবে।
❍ যেসমস্ত ছাত্র ছাত্রীরা নবান্ন স্কলারশিপ -এ আবেদন করেছেন অথবা আগে থেকেই অন্য কোনো সরকারি স্কলারশিপের সুবিধা পাচ্ছেন, তারা বিকাশ ভবন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।
❐ বিকাশ ভবন স্কলারশিপ শিক্ষাগত যোগ্যতা :-
যে কোর্সে ভর্তি হয়েছেন | সর্বনিম্ন নম্বর |
---|---|
উচ্চ মাধ্যমিক | মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর |
স্নাতক স্তর (অনার্স/ নার্সিং/ প্যারামেডিক্যাল/ ইঞ্জিনিয়ারিং/ ডিপ্লোমা) | উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর |
স্নাতকোত্তর স্তর (পোস্ট গ্র্যাজুয়েশন) | গ্র্যাজুয়েশনে ৫৩ শতাংশ নম্বর |
পলিটেকনিক | মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর |
❐ বিকাশ ভবন স্কলারশিপের টাকার পরিমাণ:-
কোর্স অনুযায়ী এই স্কলারশিপের টাকার পরিমাণ নির্ভর করে। নিম্নে কোর্স অনুযায়ী তালিকাকারে দেওয়া হল:-
কোর্স / প্রোগ্রামস | মাসিক হার |
---|---|
উচ্চ মাধ্যমিক | ১০০০ টাকা |
স্নাতক স্তর (কলা) | ১০০০ টাকা |
স্নাতক স্তর (বাণিজ্য) | ১০০০ টাকা |
স্নাতক স্তর (বিজ্ঞান) | ১৫০০ টাকা |
স্নাতক স্তর (অন্যান্য ইউজিসি অনুমোদিত পেশাদারি কোর্স) | ১৫০০ টাকা |
স্নাতকোত্তর স্তর (কলা) | ২০০০ টাকা |
স্নাতকোত্তর স্তর (বাণিজ্য) | ২০০০ টাকা |
স্নাতকোত্তর স্তর (বিজ্ঞান) | ২৫০০ টাকা |
স্নাতকোত্তর স্তর (পেশাদারি কোর্স) | ২৫০০ টাকা |
নন-নেট এম. ফিল / নন-নেট পি.এইচ.ডি এবং নেট-এল এস পি.এইচ.ডি | যথাক্রমে ৫০০০ টাকা এবং ৮০০০ টাকা |
স্নাতক (ইঞ্জিনিয়ারিং), স্নাতকোত্তর (ইঞ্জিনিয়ারিং) এবং এআইসিটিই অনুমোদিত পেশাদারি কোর্স |
৫০০০ টাকা |
পলিটেকনিক | ১৫০০ টাকা |
স্নাতক স্তর (মেডিক্যাল ডিগ্রি) এবং ডিপ্লোমা কোর্সেস |
যথাক্রমে ৫০০০ টাকা এবং ১৫০০ টাকা |
❐ বিকাশ ভবন স্কলারশিপ আবেদন পদ্ধতি:-
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ -এ আবেদন করা যায় সরাসরি অনলাইনে। www.svmcm.wbhed.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন।
1) প্রত্যেক ছাত্র-ছাত্রীদের সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আবেদনকারীর বর্তমান কোর্সের ওপর ভিত্তি করে ‘Directorate’ নির্বাচন করতে হবে। কোন কোর্সের জন্য কোন ‘Directorate’ নির্বাচন করতে হবে তা নিম্নে দেওয়া হল-
উচ্চমাধ্যমিক স্তর : Directorate of School Education
স্নাতক ও স্নাতকোত্তর স্তর : Directorate of Public Instruction
মেডিকেল কোর্স : Directorate of Medical Education
পলিটেকনিক কোর্স : Directorate of Technical Education and Training
ইঞ্জিনিয়ারিং : Directorate of Technical Education
2) ‘Directorate’ নির্বাচন করার পর আবেদনকারীকে নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেইল আইডি সহ বিভিন্ন তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর স্ক্রিনে একটি ‘Application ID’ আসবে সেটি যত্নসহকারে রাখবেন, যেটি পরবর্তীকালে স্কলারশিপের স্থিতি জানতে কাজে লাগবে।
3. স্কলারশিপের স্থিতি জানতে ‘Application ID’ ও 'Password' দিয়ে Log In করে দেখুন।
❐ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রয়োজনীয় ডকুমেন্টস:-
বিকাশ ভবন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য যে সকল ডকুমেন্ট বা কাজগপত্র লাগে, সেগুলি নীচে দেওয়া হল -
❍ জন্মের শংসাপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড)
❍ শেষ পরীক্ষার মার্কশীট (মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক বা কলেজ ইত্যাদি)
❍ শেষ পরীক্ষার এডমিট কার্ড
❍ সরকারি গেজেটেড Group- A অফিসার দ্বারা বাৎসরিক আয়ের শংসাপত্র
❍ আবেদনকারীর আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড
❍ ব্যাংক একাউন্টের প্রথম পাতার স্ক্যান কপি
❍ নতুন কোর্সে ভর্তির রশিদ
উপরে উল্লেখিত ডকুমেন্টস গুলি স্ক্যান করে PDF File আকারে আপলোড করতে হবে।
❐ বিকাশ ভবন স্কলারশিপ হেল্পলাইন নম্বর :
প্রতিবছর পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্র-ছাত্রী স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ -এ আবেদন করে থাকেন। আবেদন করার সময় যে কোন সমস্যা দূর করতে বিকাশ ভবনের একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। অনলাইন আবেদন সংক্রান্ত যেকোন প্রশ্ন থাকলে এই নম্বরে সরাসরি আপনি যোগাযোগ করতে পারেন।
হেল্পলাইন নম্বর - ১৮০০১০২৮০১৪
❐ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন শুরু বা শেষ তারিখ :
প্রতিবছর বিকাশ ভবন স্কলারশিপ -এর আবেদন শুরু হয় অক্টোবর মাস থেকে। আশা করা যায় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। অর্থাৎ বিকাশ ভবন স্কলারশিপ শেষ তারিখ হল ফেব্রুয়ারি, ২০২৩।
❐ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ইমেল আইডি :
helpdesk.svmcmwb@gov.in
❐ বিকাশ ভবন স্কলারশিপ Apply Link
∎ Official Notice : Download
∎ Apply Now : Click Here
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box