ঐক্যশ্রী স্কলারশিপ । Aikyashree Scholarship for Minority Students
![]() |
ঐকশ্রী স্কলারশিপ 2022 |
ঐকশ্রী স্কলারশিপ ২০২২ সম্পর্কিত যাবতীয় তথ্য, যেমন - আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্ট, টাকার পরিমাণ সহ সমস্ত কিছু তথ্যর বিস্তারিত আলোচনা করা হলো আজকের পোস্টে।
Aikyashree Scholarship 2022
◨ ঐক্যশ্রী স্কলারশিপ আবেদনের যোগ্যতা::-
ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতা গুলি অবশ্যই থাকতে হবে।
(১) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
(২) ঐক্যশ্রী প্রকল্পের আওতায় আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই একজন সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্গত ছাত্র-ছাত্রী হতে হবে।
(৩) আবেদনকারীকে অবশ্যই কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠানে পাঠরত থাকতে হবে, প্রতিষ্ঠানটি অবশ্যই কোন নির্দিষ্ট শিক্ষা বোর্ড / কাউন্সিল / ইউনিভার্সিটি দ্বারা স্বীকৃত হতে হবে।
(৪) যে সমস্ত ছাত্র-ছাত্রী ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণিতে পাঠরত তারা Pre-matric স্কলার্শিপ এর জন্য আবেদন করতে পারবেন।
(৫) যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক, ITI, Diploma, Graduation, Post Graduation, M.Phil, B.Ed সে পাঠরত তারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে।
(৬) শেষ পরীক্ষায় আবেদনকারীকে অবশ্যই ন্যূনতম ৫০শতাংশ নাম্বার নিয়ে পাশ করতে হবে।
(৭) আবেদনকারীর বাৎসরিক পারিবারিক আয় ২ লক্ষ টাকা বা তার কম হতে হবে।
(৮) যদি কোন ছাত্র বা ছাত্রী পশ্চিমবঙ্গের বাইরের কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে, তাহলে সেই ব্যক্তি এই স্কলারশিপের জন্য কোনভাবেই আবেদন করতে পারবেন না।
◨ ঐক্যশ্রী স্কলারশিপ টাকার পরিমান::-
(১) প্রি-ম্যাট্রিক স্কলারশিপ (প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য) - বছরে ১,১০০ টাকা থেকে ১১,০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।
(২) পোস্ট- ম্যাট্রিক স্কলারশিপ ( উচ্চমাধ্যমিক, ITI, Diploma, Graduation, Post Graduation, M.Phil, B.Ed ছাত্র ছাত্রীদের জন্য) - বছরে ১০,২০০ টাকা থেকে ১৬,৫০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।
◨ ঐক্যশ্রী স্কলারশিপ ২০২২ আবেদন পদ্ধতি::-
ঐক্যশ্রী স্কলারশিপ -এ আবেদন করা যায় সরাসরি অনলাইন মাধ্যমে। wbmdfcscholarship.org ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন।
◨ ঐক্যশ্রী স্কলারশিপ 2022 প্রয়োজনীয় ডকুমেন্টস::-
স্কলারশিপে আবেদনের জন্য যে সকল ডকুমেন্ট বা কাজগপত্র গুলি লাগে, সেগুলি নিম্নে দেওয়া হল -
(১) মাধ্যমিক পাস করলে মাধ্যমিকের এডমিট কার্ড।
(২) শেষ পরীক্ষার মার্কশীট (মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক বা কলেজ ইত্যাদি)
(৩) স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
(৪) পারিবারিক আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট
(৫) ব্যাংকের পাস বই।
(৬) পাসপোর্ট সাইজের কালার ছবি।
(৭) কাস্ট সার্টিফিকেট।
(৮) বর্তমানে যে স্কুলে বা কলেজে ভর্তি হয়েছেন তার রশিদ
◨ ঐক্যশ্রী প্রকল্প হেল্পলাইন নম্বর::-
১৮০০১২০২১৩০
◨ ঐক্যশ্রী প্রকল্প হোয়াটস্যাপ নম্বর::-
৮০১৭০৭১৭১৪
◨ ঐক্যশ্রী স্কলারশিপ Apply Link::-
◉ Official Notice : Download
◉ Apply Now : Click Here
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box