Breaking





Tuesday, September 06, 2022

খাদ্য দপ্তরে 5043টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি 2022 || FCI Grade 3 Recruitment Notification 2022

ফুড কর্পোরেশন অব ইন্ডিয়াতে চাকরির বিজ্ঞপ্তি ২০২২ || FCI Recruitment 2022 

ফুড কর্পোরেশন অব ইন্ডিয়াতে চাকরির বিজ্ঞপ্তি ২০২২ || FCI Recruitment 2022
খাদ্য দপ্তরে 5043টি পদে কর্মী নিয়োগ
প্রিয় পাঠকেরা,
ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফ থেকে FCI Recruitment 2022 Notification পাবলিশ করা হয়েছে। ভারতের সমস্ত জোন মিলিয়ে মোট ৫০৪৩টি শূন্যপদে নন-এক্সিকিউটিভ সহ আরো অন্যান্য পদে নিয়োগ করা হবে।

ভারতের যেকোনো প্রান্ত থেকে এই পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। এই নিয়োগে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য গুলি নীচে তুলে ধরা হলো।

পদের নাম
❏ Junior Engineering (Civil Engineering)
❏ Junior Engineering (Electrical Mechanical Engineering)
❏ Steno. Grade-II
❏ AG-III (General)
❏ AG-III (Accounts)
❏ AG-III (Technical)
❏ AG-III (Depot)
❏ AG-III (Hindi)

Zone-Wise Vacancy Details

Name of the Zone No of Vacancy
North Zone 2388
South Zone 989
East Zone 768
West Zone 713
North East Zone 185
Total 5043

মোট শূন্যপদ : ৫০৪৩টি

আবেদনকারীদের বয়সসীমা : ০১/০৮/২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।

বেতন : মাসিক বেতন ২৮,২০০ থেকে ১,০৩,৪০০ টাকা পর্যন্ত

শিক্ষাগত যোগ্যতা : বিভিন্ন পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করা হয়েছে নোটিফিকেশনে। তাই আপনারা নীচের লিংক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

আবেদন ফি বা মূল্য : UR, OBC এবং EWS দের জন্য ৫০০ টাকা এবং SC / ST / PWD এবং মহিলাদের জন্য কোনোরূপ আবেদন ফি বা টাকা লাগবে না।

আবেদন পদ্ধতি ও প্রক্রিয়া : FOOD CORPORATION OF INDIA-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পদ্ধতি অফিশিয়াল নোটিফিকেশনে দেওয়া আছে।

নিয়োগ প্রক্রিয়া : 
❏ Phase I : Online Test
❏ Phase II : Online Test

প্রয়োজনীয় ডকুমেন্টস (নথিপত্র) :
বয়সের প্রমাণপত্র
❏ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
❏ জাতিগত শংসাপত্র
❏ বসবাসের প্রমাণপত্র
❏ অভিজ্ঞতার শংসাপত্র
❏ কম্পিউটার সার্টিফিকেট
❏ পাসপোর্ট সাইজ ছবি
❏ অন্যান্য নথিপত্র

গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::

আবেদন প্রক্রিয়া শুরু ৬ই সেপ্টেম্বর ২০২২
আবেদন প্রক্রিয়া শেষ ৫ই অক্টোবর ২০২২

অফিসিয়াল লিংক সমূহ::

অফিশিয়াল নোটিফিকেশন Download
অফিশিয়াল ওয়েবসাইট Click Here

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box