গ্র্যাজুয়েশন পাশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় প্রবেশনারি অফিসার নিয়োগ 2022 | SBI PO 2022 Recruitment Notification
![]() |
SBI PO নিয়োগ বিজ্ঞপ্তি 2022 |
প্রিয় পাঠকেরা,
State Bank of India -এর তরফ থেকে প্রবেশনারি অফিসার (PO) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন:- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম :-
PO (Probationary Officer)
মোট শূন্যপদ :-
১৬৭৩টি।
শিক্ষাগত যোগ্যতা :-
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
আবেদনকারীদের বয়সসীমা :-
১লা এপ্রিল ২০২২ তারিখ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে।
সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
মাসিক বেতন :-
৪১,৯৬০/- টাকা।
নিয়োগ পদ্ধতি :-
প্রিলিমিনারি, মেন, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেলের মাধ্যমে নিয়োগ করানো হবে।
আবেদন পদ্ধতি :-
আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
আবেদন ফি বা মূল্য :-
General/EWS/OBC -দের ক্ষেত্রে ৭৫০টাকা ও SC/ ST/ PWD -দের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ :-
আবেদন প্রক্রিয়া শুরু | ২২শে সেপ্টেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১২ই অক্টোবর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক সমূহ :-
অফিশিয়াল নোটিফিকেশন | Download |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
Apply Now | Click Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box