রাজ্যের ট্রেজারি ডিপার্টমেন্টে DEO পদে চাকরির আবেদন চলছে | আবেদন চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত | Darjeeling DM Office Recruitment 2022
![]() |
Darjeeling DM Office Recruitment |
প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফ ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। দার্জিলিং জেলার ট্রেজারি ডিপার্টমেন্টে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে।
এই আবেদনের শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম :
ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
মোট শূন্যপদ :
৪ টি।
মাসিক বেতন :
১১ হাজার টাকা।
আবেদনকারীদের বয়সসীমা :
০১/০১/২০২২ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
শিক্ষাগত যোগ্যতা :
যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ সহ কম্পিউটার নলেজ থাকতে হবে
আবেদন ফি বা মূল্য :
উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি ও প্রক্রিয়া :
❍ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
❍ নীচের লিংক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে।
❍ নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
❍ নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
❍ সঠিক সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন পত্রটি জমা দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
⦿ বয়সের প্রমাণপত্র
⦿ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
⦿ জাতিগত শংসাপত্র
⦿ স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
⦿ কম্পিউটার সার্টিফিকেট
⦿ স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
⦿ পাসপোর্ট সাইজ ছবি
⦿ অন্যান্য নথিপত্র
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :
Treasury Department In office of The District Magistrate, Darjeeling, Lebong Cart Rd.
গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু | ইতিমধ্যেই শুরু হয়ে গেছে |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৯শে সেপ্টেম্বর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক সমূহ::
অফিশিয়াল নোটিফিকেশন | Download |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আবেদন ফর্ম | Download |
টেলিগ্রাম চ্যানেল | Join Now |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box